Thursday, December 18, 2025
Latestআন্তর্জাতিক

S Jaishankar: সন্ত্রাসবাদের প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে ভারত-ইসরায়েল, একজোট হয়ে লড়াই করবো: জয়শঙ্কর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েলের পাশে থাকার বার্তা আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার সন্ধ্যায় জেরুজালেমে অনুষ্ঠিত এই বৈঠকে দু’দেশের মধ্যে সংযোগ, নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত হন উভয় পক্ষ।

বৈঠকে প্রযুক্তি, অর্থনীতি, দক্ষতা ও প্রতিভা বিনিময়, সংযোগ এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর রূপরেখা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক রাজনীতি ও গাজা পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন নেতানিয়াহু ও জয়শঙ্কর। এই বৈঠকের পর ভারত-ইজরায়েলের কৌশলগত ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছে নয়াদিল্লি।

দু’দিনের ইজরায়েল সফরে জয়শঙ্কর সে দেশের বিদেশমন্ত্রী গিডিয়ন সারের সঙ্গেও আলাদা করে বৈঠক করেন। সেখানে অস্ট্রেলিয়ার বন্ডি বিচে হানুকা উৎসব চলাকালীন গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানান ভারতের বিদেশমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, সন্ত্রাসবাদের প্রশ্নে ভারত ও ইজরায়েল উভয় দেশই ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাস করে এবং একজোট হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালাবে।

বৈঠকের পর জয়শঙ্কর বলেন, “সন্ত্রাসবাদকে কোনওভাবেই সমর্থন করে না ভারত। বন্ডি বিচে হানুকা উৎসব চলাকালীন যে জঙ্গি হামলা হয়েছে, তা নিয়ে আমরা গভীরভাবে শোকাহত এবং এই হামলার তীব্র নিন্দা জানাই।” উল্লেখ্য, ওই হামলায় ১৫ জন ইহুদির মৃত্যু হয়। হামলায় জড়িত দুই বন্দুকবাজের একজন জন্মসূত্রে ভারতীয় বলে জানা গেছে।

ওয়াকিবহাল মহলের মতে, এই প্রেক্ষাপটে জয়শঙ্করের ইজরায়েল সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। সফরকালে ভারতের পক্ষ থেকে গাজা শান্তি পরিকল্পনার প্রতি সমর্থনের কথাও ফের জানানো হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক কূটনৈতিক অংশীদারিত্ব, অভিবাসন সংক্রান্ত সহযোগিতা এবং বহুপাক্ষিক উদ্যোগে যৌথ আগ্রহের বিষয়েও আলোচনা হয়েছে।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শীঘ্রই ভারতে আসতে পারেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এছাড়াও সফরের শেষদিকে ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে ভারতের বিদেশমন্ত্রীর।