Tuesday, November 11, 2025
Latestদেশ

আমেরিকার থেকে তেজস যুদ্ধবিমানের জন্য ১১৩টি ইঞ্জিন কিনছে ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের প্রতিরক্ষা শক্তি আরও একধাপ এগিয়ে গেল। শুক্রবার হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল) এবং মার্কিন সংস্থা জিই এরোস্পেসের (GE Aerospace) মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি অনুযায়ী, ভারত ১১৩টি F404-GE-IN20 জেট ইঞ্জিন কিনছে আমেরিকা থেকে, যা বিশেষভাবে লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (LCA) ‘তেজস’-এর জন্য তৈরি করা হবে। ১ বিলিয়ন ডলারে (ভারতীয় মুদ্রায় ৮৯০০ কোটি রুপি) এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে খবর। 

চুক্তি অনুসারে, ২০২৭ সাল থেকে ইঞ্জিন সরবরাহ শুরু হবে এবং ২০৩২ সালের মধ্যে সমস্ত ইঞ্জিন ভারতের হাতে এসে পৌঁছবে। হ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৯৭টি এলসিএ এমকে১এ (LCA Mk1A) বিমানের জন্য এই ইঞ্জিন ও সাপোর্ট প্যাকেজ ব্যবহার করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে প্রতিরক্ষা মন্ত্রক ৬২,৩৭০ কোটি টাকার একটি চুক্তি সেরেছিল হ্যাল-এর সঙ্গে, যার অধীনে ৯৭টি তেজস বিমান নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের লক্ষ্য, বয়সজনিত কারণে পুরনো যুদ্ধবিমানের পরিবর্তে ভারতীয় বায়ুসেনাকে নতুন প্রজন্মের শক্তিশালী যুদ্ধবিমান সরবরাহ করা।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ শুধু ভারতের প্রতিরক্ষা শিল্পের স্বনির্ভরতার পথে এক গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি, ভারত-আমেরিকা প্রতিরক্ষা সম্পর্ককে আরও দৃঢ় করবে। তেজস প্রকল্পের মাধ্যমে ভারতীয় প্রযুক্তির সঙ্গে মার্কিন ইঞ্জিনিয়ারিং যোগে এক নতুন কৌশলগত সমীকরণ তৈরি হচ্ছে।

ভারতের পরিকল্পনা অনুযায়ী, ২০৩৪ সালের মধ্যে মোট ১৮০টি তেজস বিমান দেশের প্রতিরক্ষা ভাণ্ডারে যুক্ত হবে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই খবরে পাকিস্তানের প্রতিরক্ষা মহলে উদ্বেগ বাড়ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির—উভয়েরই এই চুক্তি নিয়ে মাথাব্যথা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।