India, EU FTA: ‘মাদার অফ অল ডিলস’, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করলো ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ভারত–ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শীর্ষ বৈঠকে বড় কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা। এই বৈঠকেই চূড়ান্ত হলো বহু প্রতীক্ষিত ভারত–ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement বা FTA), যাকে ‘মাদার অফ অল ডিলস (mother of all trade deals) বলে অভিহিত করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক চুক্তি সই হয়েছে। যাকে বিশ্ব মাদার অফ অল ডিলস বলে উল্লেখ করেছে।’
মোদী বলেন, ‘এই চুক্তি ভারত ও ইউরোপের নাগরিকদের জন্য এক বিরাট সুযোগ তৈরি করবে। এই চুক্তির মাধ্যমে বিশ্বের প্রধান দুই অর্থনীতির মধ্যে অংশীদারিত্ব গড়ে উঠবে। আমাদের এই চুক্তি গোটা বিশ্বের মোট ডিজিপির ২৫ শতাংশ। বিশ্ব বাণিজ্যের এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করবে।’
উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ সালে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য হয়েছে ১৩৫ বিলিয়ন ডলারের। নয়া এই চুক্তি বাণিজ্যের পরিমাণ আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আমেরিকার ওপর নির্ভরতাও কমাবে।
এই এফটিএ চুক্তির মাধ্যমে ভারত–ইইউ দ্বিপাক্ষিক সম্পর্কে গুণগত পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও মজবুত হবে।
এছাড়াও, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নতুন প্রতিরক্ষা কাঠামো চুক্তি এবং একটি দীর্ঘমেয়াদি কৌশলগত এজেন্ডা প্রকাশ করা হতে পারে। কূটনৈতিক মহলের মতে, এই নতুন অংশীদারিত্বের বিশেষ তাৎপর্য রয়েছে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে। ইউরোপ যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের উপর নির্ভরতা কমিয়ে অন্যান্য অঞ্চলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে, তখন ভারতের সঙ্গে এই গভীরতর সহযোগিতা উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, ভারত–ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি শুধু একটি বাণিজ্য চুক্তির দিকেই নয়, বরং আগামী দিনে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায়ের দিকেই ইঙ্গিত দিচ্ছে।


