IMF India’s 2025-26 growth: ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার ৭.৩ শতাংশ, পূর্বাভাস বাড়ালো IMF
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার নিয়ে আশাবাদী আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)। সংস্থাটি তাদের আগের পূর্বাভাস সংশোধন করে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৩ শতাংশ করেছে। সোমবার প্রকাশিত জানুয়ারি মাসের ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক (WEO) আপডেটে এই তথ্য জানিয়েছে IMF।
IMF-এর রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে প্রত্যাশার চেয়েও ভালো পারফরম্যান্স এবং চতুর্থ ত্রৈমাসিকে শক্তিশালী গতি বজায় থাকার কারণেই এই ঊর্ধ্বমুখী সংশোধন। রিপোর্টে বলা হয়েছে, “ভারতের ক্ষেত্রে ২০২৫ অর্থবর্ষের বৃদ্ধির হার ০.৭ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৭.৩ শতাংশ করা হয়েছে। এর পেছনে তৃতীয় ত্রৈমাসিকের ভালো ফলাফল এবং চতুর্থ ত্রৈমাসিকের শক্তিশালী প্রবণতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।”
তবে IMF এটাও জানিয়েছে যে, এই গতি স্থায়ী নাও হতে পারে। ২০২৬ এবং ২০২৭ সালে ভারতের বৃদ্ধির হার কিছুটা কমে ৬.৪ শতাংশে নেমে আসতে পারে। সংস্থার মতে, চক্রাকার ও সাময়িক প্রভাব ধীরে ধীরে কমে যাওয়ার ফলেই এই মন্দা দেখা দিতে পারে।
উল্লেখ্য, IMF-এর ৭.৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমানের খুব কাছাকাছি। ভারত সরকার নিজে ২০২৫-২৬ অর্থবর্ষে ৭.৪ শতাংশ জিডিপি বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে।
বৈশ্বিক অর্থনীতি নিয়ে কী বলছে IMF
বিশ্ব অর্থনীতির ক্ষেত্রেও তুলনামূলক স্থিতিশীলতার ইঙ্গিত দিয়েছে IMF। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির বৃদ্ধির হার থাকতে পারে ৩.৩ শতাংশ এবং ২০২৭ সালে ৩.২ শতাংশ। এই হার ২০২৫ সালের আনুমানিক ৩.৩ শতাংশ বৃদ্ধির প্রায় সমান।
IMF জানিয়েছে, বাণিজ্য নীতির পরিবর্তনজনিত চাপ থাকলেও, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও প্রযুক্তিখাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে সেই চাপ অনেকটাই সামাল দেওয়া যাচ্ছে। বিশেষ করে উত্তর আমেরিকা ও এশিয়ার দেশগুলিতে এই বিনিয়োগ প্রবৃদ্ধিকে সহায়তা করছে। পাশাপাশি আর্থিক ও রাজস্ব নীতিতে সহায়ক অবস্থান এবং বেসরকারি খাতের অভিযোজন ক্ষমতাও অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সাহায্য করছে।
মূল্যবৃদ্ধি নিয়ে পূর্বাভাস
মুদ্রাস্ফীতির ক্ষেত্রেও ভারতের জন্য স্বস্তির বার্তা দিয়েছে IMF। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে খাদ্যদ্রব্যের দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকার ফলে মূল্যবৃদ্ধি কমেছে। এর জেরে আগামী দিনে ভারতের মুদ্রাস্ফীতি আবারও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্ধারিত লক্ষ্যমাত্রা ৪ শতাংশের কাছাকাছি ফিরে আসতে পারে।
সব মিলিয়ে IMF-এর এই রিপোর্ট ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।


