Monday, November 24, 2025
রাজ্য​

পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের কাছে মোবাইল পেলেই উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন বাতিল, কড়া নির্দেশ পর্ষদের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ১৪ মার্চ থেকে শুরু হতে চলেছে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা, চলবে ২৭ মার্চ পর্যন্ত। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষার বিষয়ে নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘পরীক্ষা কেন্দ্রে মোবাইল-সহ কোনও পরীক্ষার্থী ধরা পড়লে শুধু তার পরীক্ষাই বাতিল করা হবে না, রেজিস্ট্রেশনও বাতিল করা হবে।’

উল্লেখ্য, করোনার পরে এই ব্যাচের শিক্ষার্থীদের জন্য এটাই প্রথম বোর্ড পরীক্ষা হতে চলেছে।