Monday, November 24, 2025
আন্তর্জাতিক

এবার করাচি বিশ্ববিদ্যালয়ে হোলি উদযাপনে হামলা ইসলামি সংগঠনের, ছাত্রীদের হয়রানির অভিযোগ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের পরে এবার করাচি বিশ্ববিদ্যালয়ে হোলি উদযাপনে কট্টরপন্থীদের হামলা। এই ঘটনায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অন্তত ১৫ জন ছাত্র আহত হয়েছেন। অভিযোগ, হোলি উদযাপনের সময় উগ্র ইসলামী ছাত্র সংগঠনের কিছু সদস্য তাদের উপর আক্রমণ চালায়। দুই দিনের মধ্যে পাকিস্তানে এই ধরনের দ্বিতীয় ঘটনা।

করাচি বিশ্ববিদ্যালয়ের একজন আধিকারিক নিশ্চিত করেছেন, সিন্ধি বিভাগে একটি ঘটনা ঘটেছে। করাচি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হিন্দু এবং অন্যান্য ছাত্ররা হোলি উদযাপন করছিল। তখন কিছু ছাত্র তাদের আক্রমণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হিন্দু ছাত্রী বলেন, “ইসলামী জমিয়ত তুলবা (আইজেটি) কর্মীরা এসে হলের হোলি উদযাপন করা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তারা আমাদের কয়েকজনকে মারধর করেছে। ”

ওই ছাত্রী আরও বলেন, “তারা ছাত্রীদেরও হয়রানি করেছিল এবং আমাদের জায়গা ছেড়ে যেতে হয়েছিল। আমরা হোলি উৎসব উদযাপন করতে সমবেত হয়েছিলাম। আমি চাই সরকার এবং বিশ্ববিদ্যালয় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।”

সিন্ধু বিশ্ববিদ্যালয়ের মন্ত্রী ইসমাইল রাহু এই ঘটনায় করাচি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ খালিদ মাহমুদ ইরাকিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে, সোমবার পাঞ্জাব ইউনিভার্সিটি ক্যাম্পাসে হোলি উদযাপনে হামলা চালায় কট্টরপন্থীরা। তাতে আহত হয়েছেন ১৫ জন ছাত্র।

তথ্যসূত্র: India Today