Monday, November 10, 2025
Latestদেশ

‘ওয়ার্ল্ড লিডার ফর পিস অ্যান্ড সিকিউরিটি অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত হলেন গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের আধ্যাত্মিক গুরু ও আর্ট অব লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করকে ‘ওয়ার্ল্ড লিডার ফর পিস অ্যান্ড সিকিউরিটি অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মানিত করেছে দ্য বস্টন গ্লোবাল ফোরাম (BGF)AI ওয়ার্ল্ড সোসাইটি (AIWS)এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি তাঁকে প্রদান করা হয়েছে বিশ্বশান্তি, মানবিক নেতৃত্ব এবং পুনর্মিলনের ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ।

এই বছর পুরস্কারের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ গুরুত্ব পেয়েছে এই সম্মান। প্রতি বছরই এই পুরস্কার প্রদান করা হয় এমন সব বিশ্বনেতাকে, যারা নৈতিক সাহস, দূরদৃষ্টি সম্পন্ন প্রশাসন এবং মানবিক মূল্যবোধে বিশ্বকে অনুপ্রাণিত করেন। অতীতে এই সম্মান পেয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেল, জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি-মুন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

রবিশঙ্করের এই স্বীকৃতি ভারতের আধ্যাত্মিক ও মানবিক নেতৃত্বকে আন্তর্জাতিক মঞ্চে আরও উজ্জ্বল করেছে। তাঁর এই সম্মানপ্রাপ্তি ভারতকে আবারও ‘বিশ্বগুরু’র মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে, প্রমাণ করেছে যে প্রাচীন ভারতীয় জ্ঞান আজও আধুনিক শাসনব্যবস্থা ও নৈতিকতার দিশারি হতে পারে।

বস্টন গ্লোবাল ফোরামের বিবৃতিতে বলা হয়েছে, শ্রী শ্রী রবিশঙ্কর এমন এক ‘নিরপেক্ষ সেতুবন্ধনকারী’, যিনি ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে থেকে শান্তি স্থাপন ও সংলাপের মাধ্যমে দ্বন্দ্ব নিরসনে কাজ করেছেন। তিনি কলম্বিয়া, ইরাক, শ্রীলঙ্কা, মায়ানমার, ভেনেজুয়েলা এবং কাশ্মীরসহ একাধিক সংঘাতপূর্ণ অঞ্চলে মধ্যস্থতা করে সহিংসতা পরিহার ও পুনর্মিলনের পথে বহু মানুষকে অনুপ্রাণিত করেছেন।

আর্ট অব লিভিং ফাউন্ডেশনের মাধ্যমে শ্রী শ্রী রবিশঙ্কর ‘সুদর্শন ক্রিয়া’ বা SKY Breath Meditation-এর মতো অনুশীলন প্রচার করেছেন, যা মানসিক চাপ হ্রাস, ট্রমা নিরাময় ও আবেগীয় সহনশীলতা বৃদ্ধিতে কার্যকর প্রমাণিত হয়েছে। এই ফাউন্ডেশন ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে বিশ্বের ১৮০টি দেশে সক্রিয়। এর উদ্যোগে ৮ লক্ষেরও বেশি বন্দিকে পুনর্বাসন, ভারতের বিভিন্ন অঞ্চলে নদী ও জলাশয় পুনরুদ্ধার, এবং ১ লক্ষেরও বেশি দরিদ্র শিশুকে শিক্ষা ও পুষ্টির সুবিধা দেওয়া হয়েছে।

সম্প্রতি উত্তর আমেরিকা সফরে শ্রী শ্রী রবিশঙ্করকে সম্মান জানিয়েছে ভ্যাঙ্কুভার, সিয়াটেল ও পোর্টল্যান্ড শহর কর্তৃপক্ষ। এমনকি পোর্টল্যান্ডে তাঁর সম্মানে অনুষ্ঠিত হয় এক বৃহৎ শান্তি ধ্যানসভা, যেখানে প্রায় ১,৩০০ জন অংশ নেন, যাঁদের মধ্যে ছিলেন সমাজনেতা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি।

পুরস্কার গ্রহণ করে রবিশঙ্কর বলেন, “শান্তি শুধু কথায় নয়, তা কর্মে পরিণত করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, প্রশাসন ও শিক্ষাব্যবস্থায় আধ্যাত্মিকতা ও শান্তি শিক্ষার সংযোজনই টেকসই সমাজ গঠনের মূল চাবিকাঠি।

২০১২ সালে মার্কিন গভর্নর মাইকেল ডুকাকিস ও গুয়েন আং তুয়ানের উদ্যোগে প্রতিষ্ঠিত বস্টন গ্লোবাল ফোরাম ও AI ওয়ার্ল্ড সোসাইটি মূলত নৈতিক শাসন, শান্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবকেন্দ্রিক উন্নয়নের পক্ষে কাজ করে।
পুরস্কারের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে তারা আয়োজন করছে World Leader Spirit SymposiumWorld Leader Spirit Concert—যেখানে শ্রী শ্রী রবিশঙ্কর থাকবেন নৈতিক দিশারী ও পথপ্রদর্শক হিসেবে।

এই পুরস্কার শুধু শ্রী শ্রী রবিশঙ্করের ব্যক্তিগত সম্মান নয়, বরং ভারতের প্রাচীন মানবতাবাদী দর্শনের আধুনিক পুনর্মূল্যায়ন। শ্রী শ্রী রবিশঙ্করের জীবনদর্শন আজ বিশ্বকে শেখাচ্ছে—“শান্তি শুরু হয় আমাদের অন্তর থেকেই।”

তথ্যসূত্র: ANI