Gurmeet Ram Rahim: এবার ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেলেন ধর্ষক রাম রহিম
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আবারও প্যারোলে মুক্তি পেল ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত ডেরা সাচ্চা সওদার প্রধান গুরমিত রাম রহিম সিং। এবার ৪০ দিনের জন্য প্যারোলে ছাড়া হয়েছে তাকে। রবিবার সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই তথ্য জানা গেছে।
বর্তমানে হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বন্দি রয়েছে রাম রহিম। ২০১৭ সালে নিজের ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে তাকে ২০ বছরের কারাদণ্ড দেয় হরিয়ানার পঞ্চকুলা আদালত। সেই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই একাধিকবার প্যারোলে মুক্তি পেয়েছে ডেরা প্রধান।
সূত্রের খবর, গত বছর জানুয়ারি মাসে ৩০ দিনের জন্য এবং এপ্রিল মাসে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল রাম রহিমকে। এপ্রিল মাসে মুক্তি পাওয়ার পর উত্তরপ্রদেশের বাগপতে নিজের ডেরা আশ্রমে গিয়ে অবস্থান করেছিল সে। গত বছরের আগস্ট মাসেও প্যারোলে ছাড়া হয়েছিল তাকে। এমনকি দিল্লি বিধানসভা নির্বাচনের সময়েও একাধিকবার সাময়িক মুক্তি পেয়েছিল ডেরা সাচ্চা সওদার প্রধান।
উল্লেখ্য, ধর্ষণ মামলার পাশাপাশি এক সাংবাদিক খুনের মামলাতেও দোষী সাব্যস্ত হয় রাম রহিম। ডেরা সংক্রান্ত অনিয়ম ও অপরাধ প্রকাশ্যে আনার কারণে ওই সাংবাদিককে খুন করা হয় বলে অভিযোগ। ২০১৯ সালে এই মামলায় আরও তিন জনের সঙ্গে রাম রহিমকেও দোষী সাব্যস্ত করে আদালত।
জানা গিয়েছে, সাজা ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত অন্তত ১৪ বার প্যারোলে মুক্তি পেয়েছে গুরমিত রাম রহিম। মুক্তি পেলেই অধিকাংশ সময় সে উত্তরপ্রদেশের বাগপতে ডেরা আশ্রমেই অবস্থান করেছে।
প্রসঙ্গত, হরিয়ানার সিরসায় ডেরা সাচ্চা সওদারের প্রধান কার্যালয় অবস্থিত। হরিয়ানা ছাড়াও পাঞ্জাব ও রাজস্থানে বিপুল সংখ্যক অনুগামী রয়েছে রাম রহিমের। বারবার প্যারোলে মুক্তির ঘটনায় প্রশাসনের ভূমিকা ও আইনের প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


