অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার নির্যাতিতার মোবাইল ফোন, কী বলছে CCTV ফুটেজ, কী ঘটেছিল সেই রাতে?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার তিনজনকে গ্রেফতার করা হয়েছে, আরও এক অভিযুক্তকে আটক করা হয়েছে এবং দুইজন এখনও পলাতক।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কলেজ ক্যাম্পাস থেকে খাবার আনতে বেরিয়েছিলেন দুই ডাক্তারি পড়ুয়া। অভিযোগ, তাঁদের পিছু নেয় ৩ যুবক। ভয় পেয়ে ছাত্রী ও তাঁর সহপাঠী দৌড়ে পালানোর চেষ্টা করেন। সহপাঠী পালাতে সক্ষম হলেও ছাত্রীকে ধরে নিয়ে যায় অভিযুক্তরা এবং পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান সংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।
নির্যাতিতার বক্তব্য অনুযায়ী, পরে আরও দু’জন ওই জঙ্গলে পৌঁছায়। তাদের উপস্থিতি টের পেয়ে প্রথমে তিন অভিযুক্ত পালিয়ে যায়, তবে কিছুক্ষণের মধ্যে ফিরে আসে। তারা টাকার দাবি করেন এবং নির্যাতিতার মোবাইল ফোন ব্যবহার করে সহপাঠীকে ডেকে নিয়ে আসেন। পরে ছাত্রী ও সহপাঠী কলেজ ক্যাম্পাসে ফিরে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজে ঘটনার সময়রেখা ধরা পড়েছে। ফুটেজ অনুযায়ী:
রাত ৭টা ৫৮ মিনিট: কলেজ থেকে বের হন ওই ছাত্রী ও তাঁর সহপাঠী।
রাত ৮টা ৪২ মিনিট: একাই ফিরে আসেন সহপাঠী।
রাত ৮টা ৪৮ মিনিট: পুনরায় বাইরে যান তিনি।
রাত ৯টা ২৯ মিনিট: নির্যাতিতা ও সহপাঠী একসাথে কলেজে প্রবেশ করেন।
রাত ৯টা ৩১ মিনিট: নির্যাতিতা গার্লস হস্টেলে প্রবেশ করেন।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং শনিবার তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতরা দুর্গাপুরের বিজড়া এলাকার বাসিন্দা। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় নির্যাতিতার মোবাইল ফোন। ফোন থেকেই অভিযুক্তদের খোঁজ পেয়েছে পুলিশ।
পুলিশ এখন ঘটনার পুনর্নির্মাণ করছে এবং সিসিটিভি ফুটেজ ও ফোন কল রেকর্ড যাচাই করছে।