‘ইউক্রেন নিয়ে পুতিনের নীতি এবং অবস্থান কী’, জানতে চেয়েছেন মোদী, দাবি ন্যাটোর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিউইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব মার্ক রুট দাবি করলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে ভারতের ওপর যে অর্থনৈতিক চাপ পড়ছে, তার পরোক্ষ প্রভাব পড়ছে রাশিয়ার ওপরও।
রুটের বক্তব্য অনুযায়ী, রাশিয়ার তেল আমদানি করার জেরে আমেরিকা ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। এর ফলে বর্তমানে মার্কিন বাজারে ভারতের পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ। এই পরিস্থিতিকে কার্যত ‘শাস্তি’ বলেই আখ্যা দিয়েছেন তিনি।
রুট আরও বলেন, “ভারতের ওপর ট্রাম্পের শুল্কে রাশিয়ার ওপর বড় প্রভাব পড়ছে। কারণ দিল্লি এখন সরাসরি পুতিনের সঙ্গে যোগাযোগ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনকে ইউক্রেন নিয়ে তাঁর নীতি এবং অবস্থান স্পষ্ট করতে বলছেন।”
তবে রুটের এই মন্তব্যের বিষয়ে ভারত বা রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আন্তর্জাতিক মহলের মতে, একদিকে রাশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বজায় রাখা, অন্যদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রাখা—দুই দিক সামলাতে হচ্ছে দিল্লিকে।