Tuesday, November 25, 2025
রাজ্য​

কড়া নির্দেশিকা কাজে এলো না, সরকারি অফিসে সর্বাত্মক ধর্মঘটের ছবি, চিন্তা বাড়লো মমতা সরকারের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ডিএ বাড়ানোর দাবিতে শুক্রবার ধর্মঘট ডেকেছিল সরকারি কর্মচারীরা। ধর্মঘট আটকাতে নবান্নের (Nabanna) কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। নির্দেশিকায় বলা হয়েছিল, ‘সরকারি কর্মচারীদের শুক্রবার কাজে যোগ দিতেই হবে। যদি যথার্থ কারণ ছাড়া কেউ কাজে যোগ না দেন তাহলে এক দিনের বেতন কাটা যাবে। পাশাপাশি, কর্মজীবন থেকেও বাদ যাবে একদিন।’ কিন্তু তাতে কাজের কাজ কিছু হল না।

শুক্রবার দেখা যাচ্ছে জেলা থেকে শহর- সর্বত্র সরকারি অফিসে সর্বাত্মক ধর্মঘটের ছবি। কেবলমাত্র সরকারি দফতর নয়, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়েও ধর্মঘটের চিত্র দেখা গেল।

শুক্রবার দেখা যায়- বিকাশ ভবন, খাদ্য ভবন, রাইটার্স বিল্ডিং, পূর্ত ভবন, বিভিন্ন জেলার জেলা শাসকের দফতর, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সর্বত্র অলিখিত কর্মবিরতি। পাশাপাশি, সরকারি দফতরের বাইরে রীতিমতো কর্মীরা পিকেটিং করেন।

এদিনের এই ধর্মঘট রাজ্য সরকারের চিন্তা বাড়ালো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।