Wednesday, December 17, 2025
রাজ্য​

প্রয়াত করোনায় আক্রান্ত বর্ষীয়ান সিপিএম নেতা শ‍্যামল চক্রবর্তী

কলকাতা: প্রয়াত হলেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। গত ৩০ জুলাই তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১ আগস্ট অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। বৃহস্পতিবার দুপুর ১ টা ৫০ মিনিট নাগাদ মৃত্যুবরণ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উল্টোডাঙার একটি নার্সিংহোমে ভর্তি হন শ্যামল চক্রবর্তী। সঙ্গে অনিয়মিত প্রস্রাবের সমস্যাও ছিল তাঁর। তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। এরপর প্রাক্তন পরিবহণ মন্ত্রী শ্যামল চক্রবর্তীর করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। এরপরই তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শ্যামল চক্রবর্তীর মেয়ে অভিনেত্রী উষসী চক্রবর্তী ফেসবুক পোস্ট জানান, বাবার শরীর যে ভালো নেই। রবিবার রাতে শ্যামল চক্রবর্তীর অবস্থা কিছুটা অবনতি হয়। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাঁকে। সোমবার কিছুটা উন্নতি হলেও, ফের তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। তারপর থেকে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না শ্যামল চক্রবর্তী। অবশেষে বৃহস্পতিবার দুপুর ১ টা ৫০ মিনিট মারা যান তিনি।

শ্যামল চক্রবর্তীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে রাজনৈতিক জগতের ক্ষতি হল বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। শ্যামল চক্রবর্তীর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানান তৃণমূল নেত্রী।