‘আজ বসন্ত পঞ্চমীতে যৌবন এসো নতুন স্রোতে’, নিজের লেখা ও সুর দেওয়া গানে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের লেখা ও সুর করা গানের মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান তিনি।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ বসন্ত পঞ্চমীতে
যৌবন এসো নতুন স্রোতে,
ভেঙ্গে ফেলো বাধা বিঘ্ন
হতাশাকে করো ছিন্ন। “
সকলকে জানাই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
“আজ বসন্ত পঞ্চমীতে
যৌবন এসো নতুন স্রোতে,
ভেঙ্গে ফেলো বাধা বিঘ্ন
হতাশাকে করো ছিন্ন। ”সকলকে জানাই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং অদিতি মুন্সীর গাওয়া সরস্বতী পুজোর একটি গান শেয়ার করে… pic.twitter.com/VoCxpglF5D
— Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2026
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং অদিতি মুন্সীর গাওয়া সরস্বতী পুজোর একটি গান শেয়ার করে নিচ্ছি।”


