Thursday, January 8, 2026
Latestরাজ্য​

Gangasagar Setu: ১৬৭০ কোটি টাকার গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কাকদ্বীপের আট নম্বর লট থেকে সাগরদ্বীপের কচুবেড়িয়াকে যুক্ত করা এই সেতু প্রকল্পের সূচনা করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, এই সেতু চালু হলে সাগরদ্বীপের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর সেতু তৈরি হলে সাগরদ্বীপে ব্যবসা-বাণিজ্যের সুবিধা বাড়বে। কর্মসংস্থান সৃষ্টি হবে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে। স্থানীয় কৃষিজাত পণ্য কম খরচে বাজারে পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি পর্যটনের বহর বাড়বে এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালানো যাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। বিরোধীদের উদ্দেশে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “শুধু মুখে বলি না, কাজ করি।”

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগর সেতুর মোট দৈর্ঘ্য হবে ৪.৭৫ কিলোমিটার এবং সেতুটি হবে ৪ লেনের। প্রকল্পের আনুমানিক খরচ ধরা হয়েছে ১,৬৭০ কোটি টাকা। রাজ্য সরকারের লক্ষ্য, আগামী দু’বছরের মধ্যেই সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ করা। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং লারসেন অ্যান্ড টুরবো (L&T) এই সেতু নির্মাণের দায়িত্ব পেয়েছে।

বর্তমানে সাগরদ্বীপে যেতে নদীপথই ভরসা। ভেসেলে যাতায়াত করতে হওয়ায় সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে গঙ্গাসাগর মেলার সময় যাত্রীচাপ সামলানো কঠিন হয়ে পড়ে। সরকারি আধিকারিকদের মতে, সেতু তৈরি হলে সাগরের সঙ্গে স্থলপথে সরাসরি যোগাযোগ স্থাপন হবে, ফলে মেলার সময় পুণ্যার্থীদের যাতায়াত অনেক সহজ হবে।

সেতু চালু হলে কৃষিজাত ও শিল্পজাত পণ্য পরিবহণও হবে আরও দ্রুত ও সাশ্রয়ী। পর্যটকের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার ও ত্রাণকাজে গতি আসবে। সব মিলিয়ে গঙ্গাসাগর সেতু সাগরদ্বীপের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘে যান। মঙ্গলবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

ফিচারড ইমেজ: এই সময়