Saturday, January 24, 2026
Latestরাজ্য​

SIR-এর নথি হিসেবে গ্রহণযোগ্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড: সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের দুশ্চিন্তা কমাতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এখন থেকে SIR শুনানিতে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকেও বৈধ নথি হিসেবে গণ্য করতে হবে। আদালতের মতে, যেহেতু ওই নথিতে জন্মতারিখ উল্লেখ থাকে, তাই সেটি প্রামাণ্য হিসেবে গ্রহণযোগ্য।

এর আগে জাতীয় নির্বাচন কমিশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণে আপত্তি জানিয়েছিল। সেই সিদ্ধান্ত ঘিরে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সেই আপত্তির কার্যত অবসান ঘটল বলে মনে করছেন আইনজীবী মহল।

শুনানি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মানবিকতা বজায় রাখতে আদালত আরও নির্দেশ দিয়েছে, কোনো ভোটারকে যদি এসআইআর হেয়ারিং-এ ডাকা হয়, তাহলে তিনি একজন প্রতিনিধি বা সহায়তাকারীকে সঙ্গে নিয়ে যেতে পারবেন। প্রয়োজনে সেই প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট এলাকার বিএলও (BLO)-কেও সঙ্গে নেওয়া যাবে। বয়স্ক ও নিরক্ষর ভোটারদের সুবিধার কথা মাথায় রেখেই এই নির্দেশ বলে জানিয়েছে আদালত।

রাজ্যের বিভিন্ন জায়গায় এসআইআর শুনানি ঘিরে সাম্প্রতিক অশান্তির ঘটনাও নজরে এসেছে শীর্ষ আদালতের। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নিয়ে জানিয়েছে, শুনানি চলাকালীন কোথাও যেন অপ্রীতিকর বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের ডিজিপি-কে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি নির্বাচন কমিশনকে পুরো প্রক্রিয়া মসৃণভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী দু’সপ্তাহ পরে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশের পর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধতা দেওয়া তৃণমূল  ও সাধারণ মানুষের জন্য বড় নৈতিক জয়। এর ফলে ভোটারদের নথি সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।