Saturday, October 4, 2025
Latestদেশ

২৪ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ‘পুশব্যাক’ করলো অসম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অসমে ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবার ২৪ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠালো অসম পুলিশ। 

হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, “অনুপ্রবেশ রোধের অভিযান অব্যাহত। আজও অবৈধভাবে অসমে প্রবেশ করা ২৪ জন বাংলাদেশিকে কাছাড় পুলিশ আটক করে পুনরায় দেশে ফেরত পাঠিয়েছে। এই অভিযান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুপ্রবেশকারীদের রোধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছি।”


অসমের মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “বাড়ি ফিরে যা পরদেশি, তোমার দেশ তোমাকে ডাকছে। অসম সবসময় সেইসব পথভোলা মানুষদের সেবায় নিয়োজিত, যারা ভুলবশত নিজেদের দেশ ভেবে এখানে প্রবেশ করে। আমরা দ্রুতই তাদেরকে তাদের মাতৃভূমি বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছি। কাছাড় পুলিশ আজ ২৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করে ‘পুশব্যাক’ করেছে। বিদায়, পথভোলা যাত্রী!”