১৯ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক করলো BSF
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরও ১৯ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক করলো ভারত। তাদের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবির কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিভিন্ন সময়ে এরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং আদালতের রায়ে কারাদণ্ড প্রদান করা হয়। শাস্তির মেয়াদ শেষে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।”
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর বিএসএফ আনুষ্ঠানিকভাবে ১৯ বাংলাদেশি নাগরিককে ফেরত দেওয়ার বিষয়ে বিজিবিকে অবহিত করে। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশে ফেরানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, “বিএসএফের কাছ থেকে আমরা ১৯ বাংলাদেশিকে বুঝে নিয়েছি। তাদের নাম-পরিচয় যাচাই করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে।”


