Tuesday, December 16, 2025
Latestরাজ্য​

বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদে বসতে পারবেন না মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্যের ক্ষমতা বদলের প্রস্তাব ঘিরে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, ২০২২ এবং আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২২—এই দুই সংশোধনী বিলেই সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব কার্যকর হল না।

লোকভবন সূত্রে জানা গিয়েছে, গত বছরের এপ্রিলে সংশোধনী দু’টি রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। বিলগুলিতে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগের প্রস্তাব ছিল। তবে বর্তমান মূল আইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে রাজ্যপাল পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন। সেই সাংবিধানিক ও আইনগত অবস্থান বিবেচনায় রেখেই সংশোধনী বিল দু’টিতে সম্মতি দেননি রাষ্ট্রপতি।

উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী আইন সংশোধনের প্রক্রিয়া শুরু হয় এবং বিধানসভায় বিল পাশ হওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। কিন্তু রাষ্ট্রপতির সই না হওয়ায় আপাতত রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বহাল থাকছেন রাজ্যপালই।

এই সিদ্ধান্তে রাজ্য-লোকভবন টানাপোড়েন নতুন করে সামনে এল বলে মনে করছে রাজনৈতিক মহল।