Friday, December 19, 2025
রাজ্য​

প্রবীণ নেতার বাড়িতে গিয়ে পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন চন্দনা বাউরি

বাঁকুড়া: একুশের বিধানসভা ভোটে জিতে আলোচনায় উঠে এসেছেন বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। বৃহস্পতিবার গঙ্গাজলঘাটির বিশিন্ডা গ্রামে দলের এক বর্ষীয়ান নেতার বাড়ি গিয়ে পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন চন্দনা দেবী। কর্ণ বাউরির গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানান তিনি। ধুতি, মিষ্টি উপহার দেন। সন্তানসম বিধায়ককে প্রাণ ভরে আশীর্বাদ করলেন আশি ছুঁইছুঁই ওই বর্ষীয়ান বিজেপি নেতাও।

উল্লেখ্য, বিধানসভা ভোটে বিজেপির সবথেকে গরিব বিধায়ক চন্দনা বাউরি। অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন তিনি। কুড়েঘর থেকে বিধানসভায়। তাঁর স্বামী শ্রাবণ বাউরি রাজমিস্ত্রির কাজ করেন। চন্দনাও স্বামীকে সহায়তা করেন জোগাড়ে হিসাবে।

এদিন কর্ণ বাউরির সঙ্গে দেখা করার পর চন্দনা বলেন, উনি আমাদের দলের একজন প্রবীণ নেতা। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর উনার দেখা করেছিলাম। বিধায়ক হয়েও দেখা করলাম। আশীর্বাদ নিলাম।

কর্ণ বাউরিও একটা সময় রাজমিস্ত্রির কাজ করতেন। ১৯৯১ সালে গঙ্গাজলঘাঁটি বিধানসভা থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন তিনি। তবে হেরে যান। জানা যায়, সেই সময় এলাকায় বিজেপির পতাকা ধরার মতো তেমন কাউকে পাওয়া যেত না। বিরোধীদের দমিয়ে রাখতে নানা পথ নিতেন বাম কর্মীরা। সেই সংকটের দিনে এলাকায় সংগঠনকে মজবুত করার চেষ্টা করতেন কর্ণ বাউরি। এ দিন তাকে শ্রদ্ধা জানালেন চন্দনা বাউরি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।