Tuesday, December 16, 2025
দেশ

গেরুয়া শিবিরের পরবর্তী টার্গেট ‘এক দেশ এক আইন’

নয়াদিল্লি: রাম মন্দির নির্মাণ, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর গেরুয়া শিবিরের এবারের লক্ষ্য ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ সিভিল বিষয় সারা দেশের জন্য অভিন্ন আইন। তবে এই ইস্যুতে কিছুটা ধীরে চলো নীতি নিতে চলতে চাইছে। সূত্রের খবর, বিজেপি ও আরএসএস নেতাদের এই বিষয়টিতে সহমতের প্রয়োজন আছে।

‘এক দেশ এক আইন’ আরএসএসের একেবারে আদি দাবিগুলির মধ্যে একটি। ১৯৯৮ সাল থেকে বিজেপির ইস্তাহারেও আছে এটি। গেরুয়া শিবির চাইছে আইন কমিশন এমন একটি বিধি তৈরি করুক যেখানে মহিলাদের যথাযথ সম্পত্তির অধিকার দেওয়া হয়। একই সঙ্গে তাদের বাচ্চা দত্তক নেওয়ার অধিকারও সংযুক্ত হবে। ডিভোর্স সম্পর্কিত আইনের সংশোধনও এর অংশ হবে যেখানে বাধ্যতামূলক হবে সব বিয়ে নথিভুক্ত করা।

তিন তালাক বাতিল করা অভিন্ন দেওয়ানি বিধির প্রথম ধাপ বলে মনে করছেন অনেকেই। যার বিরুদ্ধে সরব হয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের মতে এটি ভারতের বৈচিত্র্যের পরিপন্থী।

তবে শুধু মুসলিম নয়, হিন্দুদের একাংশও ইউসিসি নিয়ে আপত্তি জানাতে পারে বলে মনে করছে আরএসএস। এই জন্য সহমত তৈরি করার চেষ্টা করা ও লোকের মনে যে প্রশ্ন আছে সেগুলিকে উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করে আরএসএস।

আরএসএসের এক আধিকারিক বলেন, হিন্দু সংগঠনগুলির সঙ্গে কথা বলে বোঝানো হবে। যেভাবে হিন্দু বিবাহ আইন, উত্তরাধিকার আইন প্রভৃতি ক্ষেত্রে সবার উদ্বেগ প্রশমিত করা হয়েছিল সেই একই পন্থা এখানে নেওয়া হবে।