Tuesday, October 14, 2025
Latestদেশ

বিহারে ১০১টি করে আসনে লড়বে বিজেপি-জেডি (ইউ), চিরাগ পাসওয়ানের দল লড়বে ২৯টি আসনে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে আসন বন্টন চূড়ান্ত করলো এনডিএ জোট। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, ২৪৩ সদস্যের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) এবং জনতা দল (ইউনাইটেড) [JD(U)] সমান সংখ্যক— অর্থাৎ ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এছাড়া চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) [LJP (RV)] ২৯টি আসনে, এবং রাষ্ট্রীয় লোক মোর্চা (RLM) ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM) — দুটি আঞ্চলিক দল — ৬টি করে আসনে প্রার্থী দেবে বলে জানানো হয়েছে।

ধর্মেন্দ্র প্রধান জানান, এনডিএ-র এই আসন বণ্টন সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তাঁর কথায়, “বিহারে ফের আরও শক্তিশালী এনডিএ সরকার গঠিত হবে।”

উল্লেখ্য, এই প্রথমবারের মতো জেডি(ইউ) ও বিজেপি সমান সংখ্যক আসনে লড়ছে। এর আগে ২০২০ সালের নির্বাচনে জেডি(ইউ) ১১৫টি এবং বিজেপি ১১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সে সময় চিরাগ পাসওয়ানের এলজেপি পৃথকভাবে নির্বাচনে নেমেছিল এবং একাধিক আসনে জেডি(ইউ)-র প্রার্থীদের বিরুদ্ধে লড়াই করে এনডিএর অভ্যন্তরে বিভাজন তৈরি করেছিল।

রাজনৈতিক মহলের মতে, এবারের সমান আসন বণ্টন বিজেপির ক্রমবর্ধমান সংগঠন শক্তি এবং নেতৃত্বের প্রভাবের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিজেপি এখন বিহারে জেডি(ইউ)-র সমান্তরালে নিজের অবস্থান মজবুত করতে চাইছে।

এদিকে, এনডিএ শিবিরে আসন বণ্টন চূড়ান্ত হলেও, বিরোধী ইন্ডিয়া জোট এখনও ঐক্যমত্যে পৌঁছতে পারেনি। আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা অব্যাহত। যদিও আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্র জানিয়েছেন, “সবকিছু ঠিক আছে এবং সবকিছু হয়ে গেছে। আগামীকালই আসন বণ্টনের ফর্মুলা প্রকাশ করা হবে।”