ছোট পোশাক পরে ঢোকা যাবে না মন্দিরে, নির্দেশিকা জারি দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেবস্থানে ‘শালীনতা’ বজায় রাখতে নতুন নিয়ম চালু করল দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী মহাকাল মন্দির কর্তৃপক্ষ। চলতি সপ্তাহ থেকে মহিলাদের ‘ছোট পোশাক’ পরে মন্দির প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। মন্দির কমিটির দাবি, অনেক দর্শনার্থী এমন পোশাক পরে আসছেন যা মন্দিরের পরিবেশের সঙ্গে মানানসই নয় এবং তা দর্শনার্থীদের কাছে দৃষ্টিকটূ মনে হয়।
গত সপ্তাহে মন্দির কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার থেকেই নতুন নিয়ম কার্যকর হয় এবং মন্দিরের বাইরে সাঁটানো হয় স্পষ্ট নির্দেশিকা। সেখানে জানানো হয়েছে, ছোট পোশাক পরে আসা দর্শনার্থীদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
তবে কাউকে যাতে ফিরে যেতে না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। মন্দির প্রাঙ্গণের বাইরে থাকা ‘ডোনেশন কাউন্টার’-এ চুড়িদার ও ঘাঘরার ব্যবস্থা করা হয়েছে, যা দর্শনার্থীরা স্বল্প মূল্যে ভাড়া নিতে পারবেন।
মহাকাল মন্দিরের সহ-সভাপতি মদন সুব্বা বলেন, “আমরা আলোচনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছি। অনেকে এমন ছোট কাপড় পরে আসেন, যা মন্দিরের পরিবেশ নষ্ট করে। পূণ্যার্থীদের অসুবিধা না হয়, তাই ভাড়ার পোশাকের ব্যবস্থা রাখা হয়েছে।”
এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন জিটিএ-র মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা। তাঁর বক্তব্য, “এটি মন্দির কমিটির নিজস্ব সিদ্ধান্ত। এতে আমাদের বিশেষ কিছু বলার নেই।”
অন্যদিকে, শিলিগুড়ি কলেজের অধ্যাপিকা বিদ্যাবতী আগরওয়াল মনে করেন, এই নিয়মে বিতর্কের কিছু নেই। তাঁর কথায়, “কিছু জায়গায় পোশাকের ক্ষেত্রে শালীনতা রক্ষা জরুরি। মন্দির কমিটির এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।”
দার্জিলিংয়ের জনপ্রিয় মহাকাল মন্দিরে প্রতিদিন বহু দেশি-বিদেশি পর্যটক ও ভক্ত আসেন। নতুন পোশাকবিধি চালুর পর মন্দির চত্বরে দর্শনার্থীদের প্রতিক্রিয়া মিশ্র — কেউ একে ঐতিহ্য রক্ষার পদক্ষেপ বলছেন, আবার কেউ মনে করছেন, ব্যক্তিগত স্বাধীনতার ওপর এটি একধরনের নিয়ন্ত্রণ।


