Friday, December 19, 2025
রাজ্য​

‘মুকুল রায় গদ্দার, মিরজাফর’, কড়া আক্রমণ অর্জুন-সৌমিত্রের

কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন মুকুল রায়। ইতিমধ্যেই তৃণমূল ভবনে পৌঁছে গিয়েছেন তিনি। এর পরেই মুকুল রায়কে কড়া ভাষায় কটাক্ষ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

মুকুল রায়কে চাঁচা-ছোলা ভাষায় আক্রমণ করে সৌমিত্র খাঁ বলেন, স্বাধীনতার আগে মানুষ বাংলার মিরজাফরকে দেখেছিল। এবার সেই মিরজাফরকে দেখছি। মুকুল রায় কোন চাণক্য নয়। উনি চাণক্য হলে নিজের ছেলেকে অন্তত বীজপুর থেকে জেতাতে পারতেন। মিরজাফররা কখনো ভালো হতে পারে না। এই মিরজাফর বাংলার অনেক ক্ষতি করবে। তৃণমূল বাংলাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে।

সৌমিত্র খাঁ বলেন, আমি ধর্মের সঙ্গে আছি। মহাভারতের কাহিনী মনে করিয়ে তিনি বলেন, মহাভারতে অশ্বত্থমার জন্য দ্রোণাচার্য অধর্মকে সমর্থন করেছিল। আর দ্রোণাচার্যের মৃত্যু হয়েছিল তাঁর শিষ্য অর্জুনের হাতে। আজ আমি ধর্মের সঙ্গে থাকবো। আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীকৃষ্ণ।

অর্জুন সিং বলেছেন, মুকুল রায় গদ্দার। চিরকাল উনি গদ্দারি করে রাজনীতি করেছেন। উনাকে বিজেপির কেউই বিশ্বাস করতো না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও গদ্দারি করেছেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।