Friday, December 19, 2025
দেশ

৪ কিমি অ্যাম্বুল্যান্সের ভাড়া ১০ হাজার টাকা, করোনাকালে কালোবাজারি

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত গোটা দেশ। মৃত্যুমিছিল অব্যাহত। দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থা বাণিজ্যনগরী মুম্বাইয়ে। তারপরেই রয়েছে রাজধানী দিল্লি। সেখানে রাস্তায় মৃতদেহের সারি। একদিকে যেখানে মৃত্যুমিছিল অব্যাহত সেখানে সুযোগেরই দুর্ব্যবহার করছেন কিছু অসাধু কারবারী।

অ্যাম্বুল্যান্সের ভাড়া কত হতে পারে? রাজ্যভেদে প্রতি কিলোমিটারে অ্যাম্বুল্যান্সের ভাড়া আলাদা আলাদা হয়ে থাকে! কিন্তু তা বলে মাত্র ৪ কিলোমিটারের ভাড়া হতে পারে ১০ হাজার টাকা? এমনই ঘটনা ঘটেছে খোদ রাজধানীর বুকে। সম্প্রতি IAS অফিসার অরুণ বোথরা টুইটারে একটি পোস্ট করে কালোবাজারির দিকটি তুলে ধরেছেন।


টুইটে তিনি জানিয়েছেন, প্রীতমপুরা থেকে ফর্টিস হাসপাতালের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার, কিন্তু ওইটুকু পথ যেতেই ডিকে অ্যাম্বুল্যান্স সার্ভিস ভাড়া নিয়েছে ১০ হাজার টাকার! অরুণ বোথরা লিখেছেন, সারা বিশ্ব এখন আমাদের দেখছে, মানুষ কতটা অমানবিক হতে পারে!

বোথরার এই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন তাঁরা কালোবাজারির শিকার হয়েছেন। কেউ আবার লিখেছেন, অক্সিজেন কনসেনট্রেটর যেখানে খুব বেশি হলে ৮০ হাজার টাকা, সেটাই এখন তাঁদের কিনতে হয়েছে ২ লাখ টাকা দিয়ে!

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।