Tuesday, December 16, 2025
দেশ

নিয়ন্ত্রণরেখার কাছে স্কুল তৈরিতে ১ কোটি টাকা অনুদান দিলেন অক্ষয়

শ্রীনগর: বৃহস্পতিবার জম্মু কাশ্মীর সীমান্তে জওয়ানদের সাথে পুরো দিন কাটালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। নিয়ন্ত্রণ রেখার কাছে প্রত্যন্ত অঞ্চল বান্দিপোরার তুলেইলেতে বিএসএফ জওয়ানদের সঙ্গে কাটানো দিনটিকে ‘স্মরণীয় দিন’ হিসেবে উল্লেখ করেছেন বলিউড ‘খিলাড়ি’।

সফরের একাধিক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখেছেন, স্মরণীয় একটি দিন কাটালাম বিএসএফয়ের সাহসী জওয়ানদের সাথে। এখানে এলে বিনম্র শ্রদ্ধার অভিজ্ঞতা হয়। সত্যিকারের হিরোদের সাথে সাক্ষাৎ হয়। আমার হৃদয়টা শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে ওঠে।


জওয়ানদের সঙ্গে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি পাহাড়ি এলাকা ঘুরে দেখেন অভিনেতা। তাকে দেখার জন্য স্থানীয় জনতার ঢল নামে। পাশাপাশি, সেনা ছাউনিতে জওয়ানদের সাথে ভাংড়া নাচেও অংশগ্রহণ করেন তিনি। বিএসএফ কাশ্মীরের অফিশিয়াল টুইটার পেজ থেকেও এদিনের বেশ কয়েকটি ভিডিও ও ফটো শেয়ার করা হয়।

এখানেই শেষ নয়, তুলেইলে একটি স্কুল নির্মাণের জন্য এক কোটি টাকা অনুদান দিয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, অক্ষয়ের বাবার নাম হরি ওম ভাটিয়ার নামে নামকরণ হবে ওই স্কুলের।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।