Sunday, January 25, 2026
কলকাতা

অ্যাডিনো আক্রান্ত হয়ে ৩৫ দিন হাসপাতালে অষ্টম শ্রেণির ছাত্রী, ৪৫ লাখের বিল দেখে চক্ষু চড়কগাছ পরিবারের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বর্তমানে রাজ্যজুড়ে বাড়ছে অ্যাডিনো ভাইরাসের দাপট। আর অ্যাডিনো আক্রান্ত মেয়ের চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত এক পরিবার। জানা গেছে, বাগুইআটির জ্যাংড়াহ বাড়ি সুদেষ্ণা বসুর। অষ্টম শ্রেণিতে পড়ে সে। জানুয়ারি মাসে অ্যাডিনোয় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩৫ দিনে বিল ধরানো হয়েছে ৪৫ লাখ টাকা।

বাইপাসের ধারে বেসরকারি একটি হাসপাতালে একমো সাপোর্টে রয়েছে ছোট্ট মেয়েটি। ৩৫ দিনে তার চিকিৎসার খরচ দাড়িয়েছে ৪৫ লাখ টাকা। সুদেষ্ণার বাবা LIC-র এজেন্ট। তার পক্ষে এই বিপুল পরিমাণ টাকা জোগাড় করা কার্যত অসম্ভব।

সুদেষ্ণার বোনেরও অ্যাডিনো হয়েছিল। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে সে। সুদেষ্ণার জন্মদিন ১৯ জুন। তার আগে সুস্থ হয়ে সুদেষ্ণাও বাড়িতে ফিরছে এমনটাই চাইছে তার পরিবার।

এদিকে, সুদেষ্ণার বাবা সুকান্তু বসু জানান, “কিভাবে এত টাকা জোগাড় হবে জানি না। এখনও পর্যন্ত ১৫ লাখ টাকা পর্যন্ত জমা করতে পেরেছি।”

সুদেষ্ণার মা দেবাঞ্জনা বসু বলেন, “মেয়ে কবে বাড়ি ফিরবে জানি না। সকলের কাছে অনুরোধ, আপনারা যদি একটু এগিয়ে আসেন, আমরা লড়াই চালিয়ে নিয়ে যেতে পারব।”

উল্লেখ্য, অ্যাডিনো ভাইরাসে গত ২ মাসে রাজ্যে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে।