Anandapur fire: আনন্দপুর অগ্নিকাণ্ডে গভীর শোকপ্রকাশ মোদীর, মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা, আহতদের ৫০ হাজার করে অর্থসাহায্যের ঘোষণা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
টুইটে মোদী লিখেছেন, “পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও দু:খজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে PMNRF থেকে ২ লাখ টাকা করে এককালীন সহায়তা দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা সহায়তা প্রদান করা হবে।”
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ৪ দিন কেটে গিয়েছে। এখনও পর্যন্ত ২৭ জন নিখোঁজ। শুক্রবার পর্যন্ত ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২১টি দেহাংশ। তা এগুলি কত জনের দেহাবশেষ, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ওয়াও মোমোর গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ম্যানেজার মনোরঞ্জন শিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গ্রেফতার করা হয়েছে দ্বিতীয় গুদামের মালিক গঙ্গাধর দাস।
এখনও চলছে তল্লাশি অভিযান। উদ্ধার হওয়া দেহাংশগুলি শনাক্ত করতে কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে এলে নিহতদের পরিচয় এবং প্রকৃত মৃতের সংখ্যা জানা যাবে।


