Friday, January 30, 2026
Latestদেশ

Free sanitary pads for school girls: দেশের সমস্ত সরকারি-বেসরকারি স্কুলে মেয়েদের বিনামূল্যে স্যানিটারি প্যাড দিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে মেয়েদের বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানায়, এই নির্দেশ কার্যকর করা সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দায়িত্ব। নির্দেশ অমান্য হলে তা শুধু স্কুলের নয়, সংশ্লিষ্ট সরকারেরও ব্যর্থতা বলে গণ্য হবে।

বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, ঋতুস্রাবের সময় পরিচ্ছন্নতা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে যে জীবনের অধিকারের কথা বলা হয়েছে, তার মধ্যেই ঋতুকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা পড়ে। ফলে স্কুলে পড়ুয়া মেয়েদের জন্য স্যানিটারি প্যাডের ব্যবস্থা করা রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব।

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, কোনও বেসরকারি স্কুল এই নির্দেশ মানতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, প্রতিটি স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থা থাকতে হবে। সেই শৌচাগার এমনভাবে নির্মাণ করতে হবে, যাতে প্রতিবন্ধী পড়ুয়ারাও তা ব্যবহার করতে পারে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, যদি কোনও স্কুলে এই পরিকাঠামো না থাকে, তা হলে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও স্কুল কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে। স্কুলস্তরে পরিকাঠামোগত ঘাটতি থাকলে সংশ্লিষ্ট প্রশাসনের দায় এড়ানোর সুযোগ নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর জয়া ঠাকুর নামে এক মহিলা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। ওই মামলাতেই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণের দাবি জানানো হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই এই ঐতিহাসিক নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।