India- Myanmar rail link: রেলপথে জুড়বে মিজোরাম–মায়ানমার, কেন্দ্রকে অর্থ বরাদ্দের অনুরোধ রাজ্যসভার সাংসদের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মিজোরামের সাইরাং থেকে মায়ানমার সীমান্ত পর্যন্ত প্রস্তাবিত রেলপথ নির্মাণে গতি আনতে এবং ২০২৬–২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে প্রকল্পটির জন্য অর্থ বরাদ্দ করতে কেন্দ্রের কাছে আর্জি জানালেন মিজোরামের একমাত্র রাজ্যসভার সাংসদ কে ভানলালভেনা। জানুয়ারি ২৭ তারিখে বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় সংসদীয় ফ্লোর লিডারদের বৈঠকে তিনি এই দাবি তোলেন।
এক সরকারি বিবৃতি অনুযায়ী, ভানলালভেনা জানান, আইজলের কাছে সাইরাং থেকে রাজ্যের দক্ষিণ প্রান্ত তথা ভারত–মায়ানমার সীমান্ত পর্যন্ত রেল সংযোগের জন্য প্রাথমিক সমীক্ষার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রকল্পটির কৌশলগত গুরুত্ব তুলে ধরে সাংসদ বলেন, এই রেল করিডর মিজোরামের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে মজবুত করার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের সংযোগ ও কূটনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার করবে।
আসন্ন কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের জন্য পর্যাপ্ত আর্থিক বরাদ্দ রাখার আবেদন জানিয়ে তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন এবং ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-র বাস্তবায়নের ক্ষেত্রে এই রেল সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
এর পাশাপাশি ভানলালভেনা আইজল–সাইরাং সড়ক চার লেনে উন্নীত করার দাবিও তোলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সাইরাং রেল স্টেশনের উদ্বোধনের পর থেকে ওই রুটে যান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে, সাইরাং স্টেশনটি লেংপুই বিমানবন্দরের পথে অবস্থিত হওয়ায় এই সড়কে যানজটের সমস্যা ক্রমেই বাড়ছে।
এই পরিস্থিতি সামাল দিতে আইজল–সাইরাং সড়ক সম্প্রসারণের জন্যও বাজেটে পৃথক অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তার কথা তিনি কেন্দ্রের কাছে তুলে ধরেছেন।


