CPIM on India-EU FTA: ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করলো সিপিএম
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বহু প্রতীক্ষিত ভারত–ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement বা FTA) চূড়ান্ত হয়েছে। যাকে ‘মাদার অফ অল ডিলস (mother of all trade deals) বলে অভিহিত করা হচ্ছে। এদিকে, এই চুক্তির বিরোধিতা করলো সিপিএম। তাদের তরফে বলা হয়েছে, এই চুক্তির ফলে কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব পড়বে।
সিপিএম তাদের অফিশিয়াল ওয়েবসাইটে লিখেছে, “ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করছে। এই চুক্তিটি ইউরোপীয় ইউনিয়নের কাছে ভারতের অর্থনৈতিক স্বার্থের এক সামগ্রিক আত্মসমর্পণের প্রতিফলন।
চুক্তির শর্তানুসারে, ভারত ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত ৯০ শতাংশেরও বেশি পণ্যের ওপর থেকে শুল্ক বিলোপ করবে অথবা আমূল হ্রাস করবে। এর মধ্যে রয়েছে অটোমোবাইল (১১০% থেকে কমিয়ে ৪০%), লোহা ও ইস্পাত (২২% থেকে ০%), ওষুধ (১১% থেকে ০%), ওয়াইন ও স্পিরিট (১৫০% থেকে ৪০%), প্রক্রিয়াজাত খাদ্য (৫০% থেকে ০%), এবং ভেড়ার মাংস (৩৩% থেকে ০%)। শুল্কের এই ব্যাপক হ্রাসের ফলে ভারতের অটোমোবাইল, ওষুধ এবং যন্ত্রপাতি শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। খোদ ইউরোপীয় ইউনিয়নই অনুমান করছে যে, আগামী কয়েক বছরের মধ্যে ভারতে তাদের রপ্তানি ১০৭.৬ শতাংশ বৃদ্ধি পাবে। অটোমোবাইল, বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদির আমদানির প্রভাবে কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব পড়বে।
গাড়ি এবং মদের দাম কমে যাওয়ার ফলে কেবল উচ্চবিত্তরাই উপকৃত হবেন, অথচ শুল্ক হ্রাসের এই সিদ্ধান্ত শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষের জীবিকাকে ধ্বংস করে দেবে। শুধু তাই নয়, এই মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য হলো ‘ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর’ (IMEC)-কে শক্তিশালী করা, যেখানে ইসরায়েলের হাইফা বন্দরকে একটি প্রধান যোগাযোগ স্থাপনের বন্দর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমন এক সময়ে এটা করা হচ্ছে যখন গোটা বিশ্ব ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার এবং গাজায় তার গণহত্যামূলক আগ্রাসনের জন্য নিষেধাজ্ঞা জারির দাবি জানাচ্ছে, তখন ভারত সরকার এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে সম্পর্ক আরও গভীর করতে চাইছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং তীব্র আপত্তিকর।
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে তাদের সমস্ত মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় ভারতের কৃষক ও শ্রমিকদের স্বার্থ বিসর্জন দিয়েছে।
সিপিআই(এম) দাবি করছে যে, সরকার যেন আসন্ন বাজেট অধিবেশনে ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির পূর্ণাঙ্গ পাঠ সংসদের সামনে পেশ করে এবং বিস্তারিত আলোচনা নিশ্চিত করে। এই সরকারের স্বাক্ষরিত সমস্ত জনবিরোধী মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে এবং কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে হবে।”


