Wednesday, January 28, 2026
Latestদেশ

Ajit Pawar: বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ‍্যমন্ত্রী অজিত পওয়ার, মৃত ৫

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুম্বাই থেকে বারামতী যাওয়ার পথে চার্টার্ড বিমান ভেঙে পড়ার ঘটনায় এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই বেসামরিক বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ (DGCA) সূত্রে ৫ যাত্রীর মৃত্যুর খবর সামনে আসে।

বুধবার সকাল প্রায় ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। অজিত পওয়ারকে বহনকারী চার্টার্ড বিমানটির বারামতী বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু অবতরণের ঠিক আগে পাইলট জরুরি অবতরণের অনুমতি চান। এর পরেই বারামতীর কাছে একটি দুর্গম ও পাহাড়ি এলাকায় বিমানটি ভেঙে পড়ে।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, বিমানের সামনের অংশে ভয়াবহ আগুন লেগে যায় এবং তা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বিমানের পিছনের লেজের অংশ আংশিকভাবে দৃশ্যমান ছিল। গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। তবে পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজে প্রাথমিকভাবে কিছুটা সমস্যা হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। সূত্রের দাবি, দুর্ঘটনার ঠিক কিছুক্ষণ আগে পাইলট ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন। ডিজিসিএ উচ্চপর্যায়ের কমিটি গঠন করে ঘটনার তদন্ত শুরু করবে বলে জানা গেছে। বিমানের রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত ত্রুটি এবং আবহাওয়ার পরিস্থিতি—সব দিক খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার মুম্বাইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন ৬৬ বছর বয়সি অজিত পওয়ার। বৈঠকের পর বুধবার বারামতীতে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সেই কর্মসূচিতেই অংশ নিতে বুধবার সকালে তিনি মুম্বাই থেকে ব্যক্তিগত বিমানে বারামতীর উদ্দেশে রওনা দেন। গন্তব্যের একেবারে কাছাকাছি পৌঁছে জরুরি অবতরণের চেষ্টা চলাকালীনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে দাবি করা হচ্ছে।

রাজনৈতিক মহলে এই খবরে তীব্র শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, বারামতী কেন্দ্র থেকেই বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন অজিত পওয়ার।