Tuesday, January 27, 2026
Latestদেশ

India-Russia: ২০৩০ সালের মধ্যে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ হাজার কোটি ডলারের উন্নীত হবে, চুক্তি স্বাক্ষর দিল্লি-মস্কোর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত ও রাশিয়া আগামী ৫ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার এই তথ্য জানিয়েছেন।

২৬ জানুয়ারি বিনয় কুমার বলেন, ‘ভারত–রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের হলেও গত বছরটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ সংক্রান্ত যে প্রস্তাব ভারত দিয়েছিল, তা অত্যন্ত সফল হয়েছে। প্রেসিডেন্ট পুতিন সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন এবং ২০৩০ সালের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি চুক্তিতে দুই দেশের কর্মকর্তারা স্বাক্ষর করেছেন।’

বিনয় কুমার জানান, ‘চুক্তি ইতিমধ্যেই বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। নতুন নতুন ক্ষেত্র ও উপাদান যুক্ত করা হচ্ছে এবং ভবিষ্যতে মুক্ত বাণিজ্য এই লক্ষ্যে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’

উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৮৭০ কোটি ডলার, যা দু’দেশের বাণিজ্য ইতিহাসে একটি রেকর্ড। তবে এই বাণিজ্যের বড় অংশই রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরশীল।

সাক্ষাৎকারে রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাণিজ্যের ভলিউম বাড়াতে গত দুই বছর ধরে ভারত ও রাশিয়া নিজেদের জাতীয় মুদ্রা—রুপি ও রুবল—ব্যবহার করছে। আগামী দিনগুলোতেও এই ব্যবস্থাই বজায় থাকবে।’

প্রসঙ্গত, গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ‘ভারত–রাশিয়া মিত্রতা ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশ সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। এই প্রেক্ষাপটে ২০৩০ সালের লক্ষ্যকে ঘিরে নতুন গতি পেয়েছে নয়াদিল্লি ও মস্কোর অর্থনৈতিক অংশীদারিত্ব।’