Tuesday, January 27, 2026
Latestদেশ

Bihar: প্রজাতন্ত্র দিবসে পাকিস্তানপন্থী স্লোগান, বিহারে গ্রেফতার সরকারি স্কুলের শিক্ষক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পাকিস্তানপন্থী স্লোগান। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নাহর পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে বিহারের সুপৌল জেলায় এক সরকারি স্কুলের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অভিযুক্তের নাম মনসুর আলম। তিনি কিশনপুর ব্লকের অন্তর্গত অভুয়ার এলাকার মডেল আপগ্রেডেড মিডল স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। অভিযোগ সোমবার জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পরই আলম উচ্চস্বরে ‘মহম্মদ জিন্নাহ অমর রহে’ স্লোগান দিতে শুরু করেন। সেই সময় কয়েকজন পড়ুয়াও বিভ্রান্ত হয়ে তার সঙ্গে স্লোগান দিতে শুরু করে বলে অভিযোগ।

স্কুল চত্বরে উপস্থিত অন্যান্য শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা আচমকা এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন। দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক ভারতীয় সংবিধানের পরিপন্থী কাজ করেছেন এবং জাতীয় সংগীতের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। স্কুলের প্রধান শিক্ষক ধনঞ্জয় তিওয়ারি পুলিশে খবর দেন।

খবর পেয়ে স্টেশন হাউস অফিসার জ্ঞান রঞ্জন কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে অভিযুক্তকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছেন সিনিয়র পুলিশ আধিকারিকরা। তদন্তকারী অফিসারদের কাছে পড়ুয়ারা জানিয়েছে, আলম প্রায়ই পাকিস্তানকে ‘জান্নাত’ বলে উল্লেখ করতেন এবং কিছু ছাত্রছাত্রীকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।

পুলিশের এক আধিকারিক জানান, অভিযুক্ত কোনও ‘অসাধু চক্রের’ প্রভাবে পড়ে পড়ুয়াদের উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে থাকতে পারেন। তার পূর্ববর্তী কার্যকলাপ ও যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে তাকে আদালতে পেশ করা হবে।

উল্লেখ্য, বিহারে এ ধরনের ঘটনা এই প্রথম নয়। অতীতেও রাজ্যের বিভিন্ন জেলায় স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসে পাকিস্তানের পতাকা উত্তোলন কিংবা দেশবিরোধী স্লোগান দেওয়ার ঘটনা সামনে এসেছে। ২০১৬ সালে নালন্দা জেলার বিহারশরিফের খারাদি কলোনিতে একটি বাড়িতে পাকিস্তানের পতাকা ওড়ানো হয়েছিল। সেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালে পূর্ণিয়ার মধুবনির সিপাহী টোলা এলাকায় একটি বাড়ি থেকে পাকিস্তানের পতাকা উদ্ধার হয়।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস