France: ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স, বিল পাস অ্যাসেম্বলিতে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফ্রান্সে ১৫ বছরের নীচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পথে বড় পদক্ষেপ নিল সরকার। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে দীর্ঘ বিতর্কের পর ঐতিহাসিক এই বিলটি পাশ হয়েছে। শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম কমানো এবং মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতেই এই আইন আনার উদ্যোগ বলে জানিয়েছে ফরাসি সরকার।
এই বিল অনুযায়ী, ১৫ বছরের কম বয়সি কোনও শিশু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না। শুধু তাই নয়, বিভিন্ন ডিজিটাল পরিষেবার মধ্যে থাকা ‘সোশ্যাল নেটওয়ার্কিং ফিচার’-এর উপরও কড়া নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব রয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাশ হওয়ার পর তা এখন ফ্রান্সের উচ্চকক্ষ সেনেটে যাবে। সেখানে অনুমোদন মিললে ফের নীচের কক্ষে চূড়ান্ত ভোট হবে।
এই আইন কার্যকর হলে অস্ট্রেলিয়ার পর ফ্রান্সই হবে বিশ্বের দ্বিতীয় দেশ, যেখানে জাতীয় স্তরে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি হবে। উল্লেখ্য, গত ডিসেম্বরেই অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনার সিদ্ধান্ত নিয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই বিলকে স্বাগত জানিয়েছেন। তিনি একে শিশু ও কিশোরদের সুরক্ষায় ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি তরুণ প্রজন্মকে অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করার ক্ষেত্রে বড় সাফল্য। এর আগে এক ভিডিও বার্তায় ম্যাক্রোঁ বলেন, “আমাদের শিশু ও কিশোরদের আবেগ বিক্রির পণ্য নয়। আমেরিকান প্ল্যাটফর্ম বা চিনা অ্যালগোরিদম দ্বারা কারসাজির জন্য নয়।”
ফরাসি সরকারের দাবি, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে—বাড়ছে উদ্বেগ, অবসাদ এবং সামাজিক বিচ্ছিন্নতা। সেই কারণেই ডিজিটাল জগতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ।
এখন সব নজর সেনেটের দিকে। সেখানেও যদি বিলটি পাশ হয়, তবে ইউরোপে শিশুদের ডিজিটাল জীবনে নিয়ন্ত্রণ আরোপের ক্ষেত্রে ফ্রান্স এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে।


