Taj Mahal: ঐতিহাসিক! এই প্রথম প্রজাতন্ত্র দিবসে তাজমহলে জাতীয় পতাকা উত্তোলন হিন্দু মহাসভার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের সকালে ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল আগ্রার তাজমহল। মুঘল আমলের এই স্মৃতিসৌধের মূল সমাধিস্থলে জাতীয় পতাকা উত্তোলন করলেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার সদস্যরা। একই সঙ্গে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
হিন্দু মহাসভার দাবি, ১৬৩২ সালে তাজমহল নির্মাণের পর এই প্রথম সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, এদিন মূল সমাধিস্থলে পতাকা উত্তোলন করেন নন্দু কুমার ও নীতেশ ভরদ্বাজ। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের আরও কয়েকজন নেতা-কর্মী, যার মধ্যে বিশাল কুমার ও মীরা রাঠোরের নামও উল্লেখ করা হয়েছে।
Watch | गणतंत्र दिवस पर ताजमहल में झंडा फहराया गया. अखिल भारत हिंदू महासभा ने राष्ट्रीय ध्वज फहराकर राष्ट्रीय गान गया. #RepublicDay #RepublicDay2026 #Tajmahal #uttarpradesh #agra #flaghoisting #abpnews pic.twitter.com/kCgQXkkKE7
— ABP News (@ABPNews) January 26, 2026
সংগঠনের দাবি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ মেনেই এই কর্মসূচি পালন করা হয়েছে। হিন্দু মহাসভার বক্তব্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার যে আহ্বান মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তারই ধারাবাহিকতায় তাজমহলেও এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সংগঠনের মতে, এই উদ্যোগ দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করবে।
জানা গেছে, সোমবার সকালে সিআইএসএফ-এর নিরাপত্তা এড়িয়ে হিন্দু মহাসভার কয়েকজন সদস্য তাজমহলের অভ্যন্তরে প্রবেশ করেন।


