Sunday, January 25, 2026
Latestরাজ্য​

আশুতোষ কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ এবং যোগমায়া দেবী কলেজকে নিয়ে তৈরি হবে নয়া বিশ্ববিদ্যালয়, সম্মতি মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ কলেজকে কেন্দ্র করে রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে বড়সড় সম্ভাবনার ইঙ্গিত মিলল। শুক্রবার সরস্বতী পুজো ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে নিজের প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে আশুতোষ কলেজ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজ এবং যোগমায়া দেবী কলেজকে একত্রিত করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাবে মৌখিক সম্মতি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলেজ কর্তৃপক্ষের তরফে দীর্ঘদিনের এই দাবি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হলে তিনি ইতিবাচক সাড়া দেন। তবে প্রশাসনিক প্রক্রিয়া ও আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভোটের পর বিষয়টি নিয়ে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি তিন কলেজের অধ্যক্ষদের যৌথভাবে একটি লিখিত প্রস্তাব সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন।

তিনটি কলেজ ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে একই প্রাঙ্গণের অন্তর্ভুক্ত। শিক্ষা মহলের একাংশের মতে, এই কলেজগুলিকে নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর পড়ুয়া ও প্রশাসনিক চাপ কিছুটা হলেও কমবে। যদিও রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একাধিক বিল নিয়ে টানাপোড়েন থাকায় নতুন বিশ্ববিদ্যালয় গঠনের পথ কতটা মসৃণ হবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

তবু মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশাবাদী ৩ কলেজের পড়ুয়া, শিক্ষক ও শিক্ষা প্রশাসন।