আইসিসির ভোটাভুটিতে ১২ সদস্যের মধ্যে শুধুমাত্র পাকিস্তানের ভোট পেয়েছে বাংলাদেশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কূটনীতিতে শেষ পর্যন্ত হার মানতে হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি মানেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি বোর্ডের ভোটাভুটিতে বাংলাদেশ পরাজিত হয়েছে ১২–২ ব্যবধানে।
বিসিবি সূত্রে জানা গিয়েছে, আইসিসির বোর্ড সভায় বাংলাদেশ ইস্যুতে ভোটের আয়োজন করা হয়। সেখানে ১২টি পূর্ণ সদস্য দেশ ও ২টি সহযোগী দেশের প্রতিনিধিরা অংশ নেন। ভোটে বাংলাদেশের পক্ষে মাত্র দুটি ভোট পড়ে। এর মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থন নিশ্চিত বলে জানা গিয়েছে। বাকি সদস্য দেশগুলির সমর্থন পায়নি বিসিবি।
এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট কূটনীতিতে জয়ের আশায় একাধিক দেশের ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি।
ভোটাভুটির পর আইসিসি এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেয়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতে আয়োজন করা হবে। বিসিবির পক্ষ থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই দাবির প্রেক্ষিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসি বোর্ডের বৈঠক হলেও, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন সম্ভব নয় বলেই জানানো হয়েছে।
এদিকে বিসিবি সূত্র জানিয়েছে, আইসিসি বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে একদিন সময় দিয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ সরকার সঙ্গে আলোচনা করে অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলতে রাজি না হয়, তবে ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।
এখন নজর ২৪ ঘণ্টার সময়সীমার দিকে। বিসিবি কী সিদ্ধান্ত নেয়, সেটির দিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।


