Saturday, January 24, 2026
Latestআন্তর্জাতিক

Trump on Iran: ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার হুমকি ট্রাম্পের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের কড়া হুঁশিয়ারি দিলেন ইরানকে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি কখনও তেহরান তাঁকে হত্যাচেষ্টা করতে সফল হয়, তবে ইরানকে “পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দেওয়া হবে।” নিউজ নেশনকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এ বিষয়ে তাঁর কাছে “খুব স্পষ্ট নির্দেশ” রয়েছে।

ট্রাম্পের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও তীব্র ভাষায় হুমকি দিয়েছে। ইরানের জেনারেল আবোলফজল শেকারচি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের নেতার দিকে যদি আগ্রাসনের হাত বাড়ানো হয়, আমরা শুধু সেই হাত ছিন্ন করব না—তাদের গোটা অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দেব, কোথাও নিরাপদ আশ্রয় থাকবে না।” তাঁর কথায়, এটি কোনও স্লোগান নয়, বাস্তব পদক্ষেপের হুঁশিয়ারি।

উল্লেখ্য, ট্রাম্প আগেও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। হোয়াইট হাউসে ফেরার কিছুদিন পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, ইরান যদি এমন কিছু করে, তবে তারা “সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।”

এই যুদ্ধংদেহী বক্তব্যের মধ্যেই ইরান গভীর অভ্যন্তরীণ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনের ঢেউ দেশটিকে কাঁপিয়ে দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, আন্দোলন দমনে ব্যাপক সহিংসতা চালানো হয়েছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির হিসাব অনুযায়ী, ইতিমধ্যেই ৪,০০০-এর বেশি মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে। তবে নরওয়েভিত্তিক ‘ইরান হিউম্যান রাইটস’ সংস্থার মতে, যোগাযোগের উপর কড়া নিষেধাজ্ঞার কারণে প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন, এবং নিহতের সংখ্যা সংবাদমাধ্যমে প্রকাশিত সর্বোচ্চ অনুমান—২০,০০০—ছাড়িয়েও যেতে পারে।

ডিসেম্বর মাসে ইরানের মুদ্রার রেকর্ড পতনের পর থেকেই বিক্ষোভ তীব্র আকার নেয়। দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংস্কার প্রতিহত করা ৮৬ বছর বয়সি সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর নেতৃত্বাধীন শাসনব্যবস্থার বিরুদ্ধে অর্থনৈতিক দুর্দশা ও দমননীতির প্রতিবাদে রাস্তায় নামেন সাধারণ মানুষ।

ইরানের প্রবাসী সমাজেও চাপ বাড়ছে। নির্বাসিত নোবেল শান্তি পুরস্কারজয়ী শিরিন এবাদি সহ বহু বিশিষ্ট ইরানি মার্কিন হস্তক্ষেপের দাবি তুলেছেন। এবাদি ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর শীর্ষ কমান্ডারদের বিরুদ্ধে “অত্যন্ত লক্ষ্যভিত্তিক পদক্ষেপ” নেওয়ার আহ্বান জানান।

সব মিলিয়ে, ট্রাম্প ও তেহরানের মধ্যে কথার লড়াই নতুন করে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। কূটনৈতিক মহলের মতে, এই হুঁশিয়ারি ও পাল্টা হুমকি বাস্তবে রূপ নিলে তার প্রভাব গোটা অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে।