Nitin Nabin: বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নিতিন নবীন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মাত্র ৪৫ বছর বয়সেই দেশের শাসক দল বিজেপির সর্বোচ্চ সাংগঠনিক দায়িত্বে নিতিন নবীন (Nitin Naveen)। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি পদে শপথ নেবেন তিনি। জে পি নাড্ডার (JP Nadda) পর এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করছেন নিতিন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)।
সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন নিতিন নবীন। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর দলের রিটার্নিং অফিসার কে লক্ষ্মণ (K Laxman) জানান, একমাত্র প্রার্থী থাকায় নিতিন নবীন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, গত ডিসেম্বরেই তাঁকে দলের কার্যনির্বাহী সভাপতি পদে বসানো হয়েছিল। তখন থেকেই দলীয় অন্দরমহলে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে তাঁর নাম ঘোরাফেরা করছিল।
বয়সের নিরিখে বিজেপির কনিষ্ঠতম সর্বভারতীয় সভাপতি হিসেবে নতুন নজির গড়তে চলেছেন নিতিন নবীন। দায়িত্ব গ্রহণের আগেই তিনি বিভিন্ন রাজ্যের সংগঠনের সঙ্গে যোগাযোগ শুরু করেন। মনোনয়ন জমা দেওয়ার পর সোমবার রাতেই বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, সুনীল বনসল, মঙ্গল পান্ডে ও অমিত মালব্য।
সূত্রের খবর, ওই বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে এসআইআর (SIR) সংক্রান্ত বিষয় এবং তা ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক ও রাজনৈতিক টানাপড়েন সম্পর্কে খুঁটিনাটি জানতে চান নিতিন নবীন। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন থাকায়, তাঁর সর্বভারতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দলীয় সূত্রে জানা যাচ্ছে, সভাপতি নির্বাচিত হওয়ার পর চলতি মাসেই তিনি বাংলায় আসতে পারেন। রাজ্য সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক রূপরেখা চূড়ান্ত করতে চান তিনি।
নিতিন নবীনের রাজনৈতিক জীবনের পেছনে রয়েছে দীর্ঘ সংগঠনের অভিজ্ঞতা। তাঁর বাবা প্রয়াত নবীন কিশোর সিনহা ছিলেন বিজেপির পরিচিত নেতা। ছাত্র রাজনীতিতে এবিভিপি (ABVP)-র হাত ধরে রাজনৈতিক জীবনের শুরু। সংগঠনের কাজ করতে করতেই রাজ্য রাজনীতিতে নিজের জায়গা তৈরি করেন। ২০১০ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে বাঁকিপুর কেন্দ্র থেকে জয়ী হন। তারপর থেকে ধারাবাহিকভাবে ওই কেন্দ্রেই জয় পেয়ে আসছেন তিনি।
সংগঠনের দক্ষতা, মাঠের রাজনীতি ও কৌশলী নেতৃত্বের সমন্বয়েই বিজেপির ভবিষ্যৎ মুখ হিসেবে উঠে এসেছেন নিতিন নবীন। এবার সর্বভারতীয় সভাপতি হিসেবে তাঁর কাঁধে গোটা দেশের সংগঠন সামলানোর দায়িত্ব। বয়সে তরুণ হলেও দায়িত্বের ভার যে যথেষ্ট গুরুতর, তা ভালই জানেন তিনি। শপথগ্রহণের পর তাঁর প্রথম পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


