Bangladesh: নতুন করে ভারত থেকে আরও ২ লাখ মেট্রিক টন চাল আমদানি করছে বাংলাদেশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ফের ভারত থেকে চাল আমদানি করছে বাংলাদেশ সরকার। রবিবার দুপুরে বাংলাদেশের তদারকি সরকারের খাদ্য মন্ত্রণালয়ের তরফে নতুন করে ২ লাখ মেট্রিক টন চাল আমদানির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই খবরে দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
সূত্রের খবর, খারিফ ও রবি—দুই মরশুমেই ধান উৎপাদনে ঘাটতির জেরে বাংলাদেশে চালের জোগান কমেছে। তার প্রভাব পড়েছে বাজারে, বেড়েছে চালের দাম। পরিস্থিতি সামাল দিতেই একের পর এক দফায় ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিচ্ছে ইউনূস সরকার। এর আগে গত বছর অগাস্টে প্রথম দফায় ৫ লাখ মেট্রিক টন এবং নভেম্বরে দ্বিতীয় দফায় আরও ১ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। এবার তৃতীয় দফায় আরও ২ লক্ষ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হল।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের ২৩২টি আমদানিকারক বাণিজ্যিক প্রতিষ্ঠান ভারত থেকে চাল আমদানি করতে পারবে। তবে এবার চালের কোনও নির্দিষ্ট দর বেঁধে দেওয়া হয়নি। ভারতীয় চাল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে ৫ শতাংশ সেস দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, আগের দু’দফায় অনুমোদিত মোট ৬ লাখ মেট্রিক টন চালের মধ্যে প্রায় আড়াই লাখ মেট্রিক টন চাল এই হিলি বন্দর দিয়েই বাংলাদেশে গিয়েছে। ফলে এবারের চাল আমদানির বড় অংশও হিলি বন্দর দিয়েই যাবে বলে আশা ব্যবসায়ীদের।
এ বিষয়ে হিলি এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক আলাউদ্দিন মণ্ডল বলেন, “বাংলাদেশ সরকার নতুন করে ২ লাখ মেট্রিক টন চাল আমদানির বিজ্ঞপ্তি জারি করেছে। এলসি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই রপ্তানি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি, এবারও হিলি বন্দর দিয়ে প্রায় ৭০ হাজার মেট্রিক টন চাল রপ্তানির সুযোগ মিলবে।”
উল্লেখ্য, ইউনূস সরকারের কিছু নেতাকে লাগাতার ভারতবিরোধী মন্তব্য এবং ভারত বয়কটের ডাক দিতে শোনা যায়। তবে চাল বাজারে স্বস্তি ফেরাতে ভারতই ভরসা তাদের।


