Thursday, January 15, 2026
Latestআন্তর্জাতিক

ভারত থেকে ৪২ কোটি ভেনামি চিংড়ির রেণু আমদানি করছে বাংলাদেশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত থেকে ভেনামি চিংড়ির ৪২ কোটি নাপলি (এক দিনের চিংড়ি রেণু) আমদানি করছে বাংলাদেশ।

কলকাতার ‘বিধা ফিশ ট্রেডার্সের কাছ থেকে এই নাপলি আমদানি করছে বাংলাদেশ। 

জানা গেছে, ভারত থেকে ভেনামি ছাড়াও ব্ল্যাক টাইগার (বাগদা) ও গলদা চিংড়ি আমদানি করবে বাংলাদেশ। ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দিয়েছে 

উল্লেখ্য, বাংলাদেশে ইউনূস সরকারের একাধিক নেতাকে সাম্প্রতিক সময়ে ভারতবিরোধী মন্তব্য করতে শোনা গেছে। ভারত বয়কটের ডাকও দিতে শোনা যায়। একের হিন্দু হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে। তবে সেসবের মধ্যেও চাল থেকে শুরু করে বিভিন্ন পণ্য আমদানি অব্যাহত।