Chhattisgarh Jewellery Shops: ছত্তিশগড়ে সোনার দোকানে বোরখা, হেলমেট, মাস্ক পরে প্রবেশে নিষেধাজ্ঞা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ছত্তিশগড়ে জুয়েলারি দোকানে মুখ ঢাকা অবস্থায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় বোরখা, নিকাব, ঘোমটা এবং হেলমেট পরে দোকানে ঢোকা যাবে না। সম্প্রতি রাজিম গোবরা নবাপাড়া এলাকায় প্রায় ১ কোটি টাকার ডাকাতের ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরাফা ব্যবসায়ীদের দাবি, সাম্প্রতিক সময়ে জুয়েলারি দোকানে চুরি, লুট এবং প্রতারণার ঘটনা বেড়েছে। বহু ক্ষেত্রে অভিযুক্তরা মুখ ঢেকে দোকানে প্রবেশ করায় সিসিটিভি ফুটেজেও তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
সরাফা অ্যাসোসিয়েশনের সভাপতি কমল সোনি জানান, রাজিম গোবরা নবাপাড়ার লুটের ঘটনায় অভিযুক্তরা নিকাব পরা অবস্থায় ছিল, যার ফলে তাদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্যপ্রদেশের ইন্দোরের সরাফা বাজারেও এই নিয়ম কার্যকর করা হয়েছে। সেখানে জুয়েলারি দোকানে ঢোকার আগে মহিলাদের স্কার্ফ বা মাস্ক খুলতে বলা হচ্ছে। তবে ইন্দোরে এটি বাধ্যতামূলক নিয়ম নয়, বরং একটি অ্যাডভাইজরি হিসেবে জারি করা হয়েছে।
সরাফা ব্যবসায়ীদের বক্তব্য, তারা উচ্চমূল্যের সামগ্রী নিয়ে ব্যবসা করেন। চুরি বা লুটের ক্ষেত্রে মুখ ঢাকা থাকলে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয় না। তাই এই সিদ্ধান্ত শুধুমাত্র নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে নেওয়া হয়েছে। কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করা হয়নি।
এ বিষয়ে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তবে তা যেন কোনও সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে আঘাত না করে, সে বিষয়েও নজর রাখা প্রয়োজন।


