Farakka BDO office: তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুর! ভাইরাল ভিডিও
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার ফারাক্কা বিডিও অফিস চত্বর উত্তাল হয়ে ওঠে। অভিযোগ, BDO অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটে। হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চেয়াল-টেবিল ছুয়ে ফেলা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। বিরোধীদের দাবি, তার উপস্থিতিতেই উত্তেজনা আরও বাড়ে। যদিও গোটা ঘটনায় বিধায়ক মনিরুল ইসলাম বা বিডিও দপ্তরের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জানায় বিজেপি। দলের স্থানীয় নেতা দেবজিৎ সরকার বলেন, “এটাই তৃণমূলের আসল রূপ। আইনের কোনও তোয়াক্কা নেই। একজন বিধায়কের উপস্থিতিতে সরকারি অফিসে ভাঙচুর—এর থেকে লজ্জাজনক আর কী হতে পারে!”
প্রশাসনিক সূত্রে জানা গেছে, ঘটনার জেরে হেয়ারিং প্রক্রিয়া সাময়িকভাবে ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা হস্তক্ষেপ করেন।
উল্লেখ্য, মানুষ হেনস্থা করছে অভিযোগ তুলে এদিন ইস্তফা দিয়েছেন ৪২ জন বিএলও।


