India Russian oil imports: রাশিয়ার তেল আমদানিতে তৃতীয় স্থানে নামলো ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: CREA-এর তথ্য অনুসারে, মার্কিন নিষেধাজ্ঞার পর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রাষ্ট্রায়ত্ত পরিশোধকরা অপরিশোধিত তেল আমদানি কমিয়েছে। এরফলে ২০২৫ সালের ডিসেম্বরে রুশ তেল ক্রেতাদের মধ্যে তৃতীয় স্থানে নেমে এল ভারত।
সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (CREA) এর তথ্য অনুসারে, ডিসেম্বরে ভারতের রুশ তেল আমদানি কমে ২.৩ বিলিয়ন ইউরো হয়েছে, যা নভেম্বরে ছিল ৩.৩ বিলিয়ন ইউরো।
ভারতকে ছাপিয়ে গেছে তুরস্ক
ডিসেম্বরে ২.৬ বিলিয়ন ইউরোর রাশিয়ান তেল কিনে তুরস্ক দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক হিসেবে ভারতকে ছাড়িয়ে গেছে।
চিন শীর্ষ ক্রেতা হিসেবে রয়ে গেছে। শীর্ষ পাঁচ আমদানিকারক থেকে রাশিয়ার রপ্তানি আয়ের ৪৮ শতাংশ বা প্রায় ৬ বিলিয়ন ইউরো এসেছে।
ভারতের ক্রয়ের সিংহভাগই ছিল অপরিশোধিত তেল। ভারতের ক্রয়ের ৭৮ শতাংশ ছিল অপরিশোধিত তেল, যার মোট মূল্য ১.৮ বিলিয়ন ইউরো। কয়লা আমদানি ছিল ৪২৪ মিলিয়ন ইউরো, যেখানে তেলের মূল্য ছিল ৮২ মিলিয়ন ইউরো। নভেম্বর মাসে, ভারত রুশ অপরিশোধিত তেলের জন্য ২.৬ বিলিয়ন ইউরো ব্যয় করেছে।


