Wednesday, January 14, 2026
Latestকলকাতা

I-PAC ED Raid Row BJP: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, প্রতিবাদে নবান্নের সামনে বিজেপিকে ধর্নায় বসতে অনুমতি দিল হাইকোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: I-PAC কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি-র তল্লাশি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। অভিযোগ, তল্লাশির সময় গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নবান্নের বাইরে ধর্নায় বসতে চেয়েছিল বিজেপি। তবে প্রশাসনিক অনুমতি না মেলায় বিষয়টি গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করা হয়। আদালত বিজেপিকে ধর্নায় বসার অনুমতি দিয়েছে বলে খবর।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলার রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকে রাজ্য। কয়লা পাচার মামলার সূত্রে I-PAC কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, সেই তল্লাশির মাঝেই সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। ইডি-র দাবি, তল্লাশির সময় গুরুত্বপূর্ণ নথি ও তথ্যপ্রমাণ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যা তদন্তে সরাসরি বাধা সৃষ্টি করেছে।

এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে নবান্নের বাইরে ধর্নায় বসছে বিজেপি। কিন্তু প্রশাসনের তরফে অনুমতি না দেওয়ায় বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালত মামলার অনুমতি দেওয়ায় রাজনৈতিক টানাপড়েন আরও তীব্র হয়েছে।

এদিকে, I-PAC সংক্রান্ত এই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। ইডি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের ডিজি ও সিপি-র বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৭টি ধারায় অভিযোগ দায়েরের আবেদন জানিয়েছে। ইডি-র অভিযোগ, মুখ্যমন্ত্রী, ডিজি ও সিপি নিজের হাতে বাজেয়াপ্ত করা তথ্যপ্রমাণ ছিনিয়ে নিয়েছেন। সেই সঙ্গে পিটিশনে ঘটনার সপক্ষে ফটোগ্রাফও সংযুক্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি।

ইডি-র আরও দাবি, তল্লাশির সময় পাঞ্চনামা রেকর্ড করতে বাধা দেওয়া হয়েছিল। পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ। সেই কারণেই সঠিকভাবে পাঞ্চনামা রেকর্ড করা সম্ভব হয়নি বলে ইডি শীর্ষ আদালতে জানিয়েছে।

কেন্দ্রীয় এজেন্সির বক্তব্য অনুযায়ী, সেদিন কোনও অনুমতি ছাড়াই প্রতীক জৈনের বাড়িতে জোর করে প্রবেশ করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ও শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগে আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।