প্রথম আলো, ডেইলি স্টার, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ও ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের অশান্ত হয়ে উঠলো বাংলাদেশ। ওসমান হাদির মৃত্যুর খবর সামনে আসতেই বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ভারতীয় সহকারী-হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হন উত্তেজিত জনতা। তারা হাইকমিশনের দিকে ইটপাটকেল ছোড়েন বলে জানা গেছে। ভারতবিরোধী স্লোগানও দেন।
রাতভর দেশজুড়ে হামলার ঘটনা ঘটে। প্রথম আলো, ডেইলি স্টার, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ও ছায়ানট সংস্কৃতি ভবনে মব সৃষ্টি করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা-সহ আরও অনেক এলাকায় বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। খুলনায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করেছে মৌলবাদীরা। পিটিয়ে হত্যার পর ওই যুবকের অর্ধমৃত দেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাজশাহীতে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয়।
সবমিলিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। প্রশ্ন উঠছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই এইসব ঘটনা ঘটেছে। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। শান্তিতে নোবেলজয়ী ইউনূস সরকারের ভূমিকা নিয়েও নিয়েও উঠছে প্রশ্ন।


