কোমা থেকে বের হতেই গ্রেফতার বন্ডি বিচে হামলাকারী নাভিদ আকরাম, ৫৯ ধারায় মামলা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় পুলিশের গুলিতে আহত নাভিদ আকরাম কোমা থেকে জ্ঞান ফিরে পাওয়ার পরই তাকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ান পুলিশ। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই নাভিদকে গ্রেফতার করা হয়। তবে শারীরিক অবস্থার কারণে আপাতত হাসপাতালেই থাকবেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাভিদের বিরুদ্ধে মোট ৫৯টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে সন্ত্রাসী কার্যকলাপ, খুন, একাধিক ব্যক্তিকে আহত করা, খুনের চেষ্টা, গুরুতর ক্ষতির উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার। তদন্তকারীরা জানিয়েছেন, নাভিদকে জেরা করেই হামলার প্রকৃত উদ্দেশ্য এবং নেপথ্যের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
গত রবিবার দুপুরে সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের হনুক্কাহ উৎসব চলাকালীন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বাবা-ছেলে সাজিদ আকরাম ও নাভিদ আকরাম। প্রত্যক্ষদর্শীদের মতে, মাত্র ১০ মিনিটের মধ্যে এলোপাথাড়ি গুলিবর্ষণ চলে। এই হামলায় প্রাণ হারান অন্তত ১৫ জন। ঘটনার সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাজিদ আকরামের। নাভিদ গুরুতর আহত হন এবং অচৈতন্য অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, গুলিবিদ্ধ হয়ে তিনি কোমায় চলে গিয়েছিলেন।
ঘটনার পর প্রথমে দাবি করা হয়, হামলাকারীরা পাকিস্তানের নাগরিক। তবে তদন্তে নতুন তথ্য সামনে আসে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার তদন্তকারী সংস্থাগুলি জানায়, সিডনিতে যাওয়ার আগে গত মাসে সাজিদ ও নাভিদ ফিলিপিন্স ভ্রমণ করেছিলেন এবং সেই যাত্রা করেছিলেন ভারতীয় পাসপোর্টে। এই তথ্য প্রকাশ্যে আসার পরই তাদের নাগরিকত্ব নিয়ে জল্পনা শুরু হয়।
এই জল্পনায় সিলমোহর দেয় তেলঙ্গানা পুলিশ। তারা জানায়, সাজিদ আকরামের জন্ম, পড়াশোনা- সবই ভারতে। চাকরির সন্ধানে তিনি ১৯৯৮ সালে ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে যান। বিষয়টি নিয়ে এখন অস্ট্রেলিয়া ও ভারত দুই দেশের প্রশাসনের মধ্যেই তথ্য আদানপ্রদান চলছে।
অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, এই হামলার সঙ্গে কোনও আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নাভিদের শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বিস্তারিত জেরা করা হবে।


