Wednesday, December 17, 2025
Latestদেশ

Indo-Bangladesh border: ১০ বছরে ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেফতার ১৮ হাজার ৮৫১ জন অনুপ্রবেশকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০১৪ থেকে ২০২৪ এই দশ বছরে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়েই সবচেয়ে বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। লোকসভায় লিখিত উত্তরে এমনই তথ্য দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

নিত্যানন্দ রাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তে মোট ১৮,৮৫১ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া ও শর্মিলা সরকারের প্রশ্নের উত্তরে এই পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

নিত্যানন্দ রাই জানান, ২০১৪ সাল থেকে ভারত-চিন সীমান্তে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, মায়ানমার, নেপাল ও ভুটান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত এই সব সীমান্ত মিলিয়ে মোট ২৩,৯২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ বছরে

ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেফতার হয়েছেন ১৮,৮৫১ জন,

ভারত-মায়ানমার সীমান্তে গ্রেপ্তার হয়েছেন ১,১৬৫ জন,

ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন,

ভারত-নেপাল ও ভুটান সীমান্তে ২৩৪ জন।

এছাড়াও, শুধুমাত্র ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সময়কালে বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ২,৫৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এনিয়ে বিরোধীদের বক্তব্য, অনুপ্রবেশ রুখতে মূল দায়িত্ব সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের, যারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনেই কাজ করে। সংসদে কেন্দ্রের দাবি, অনুপ্রবেশ রোধে কড়া পদক্ষেপ করা হচ্ছে এবং পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে।