Wednesday, December 17, 2025
Latestবলিউড

Dhurandhar: মাত্র ১২ দিনে বিশ্বব্যাপী ৬২৩ কোটি ব্যবসা করলো ‘ধুরন্ধর’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুর অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমা। মুক্তির পর থেকেই রমরমা ব্যবসা করা এই সিনেমা চলতি সপ্তাহে আরও একটি বড় রেকর্ড গড়েছে। দেশজুড়ে এখনও পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৪১১ কোটি টাকা। অন্যদিকে, মাত্র ১২ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’-এর মোট ব্যবসা পৌঁছেছে ৬২৩ কোটিতে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের একাধিক দেশে নিষিদ্ধ হওয়ার পরও ব্যবসার নিরিখে অতীতের বহু রেকর্ডধারী সিনেমাকে পিছনে ফেলেছে ‘ধুরন্ধর’। প্রথম সপ্তাহ থেকেই ছবিটির বক্স অফিস পারফরম্যান্স নজর কেড়েছে। তাঁদের মতে, বলিউডের বাণিজ্যিক ইতিহাসে এই ছবি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

ইতিমধ্যেই ব্যবসার অঙ্কে প্রভাসের ‘সালার’ (৪০৬ কোটি) এবং থালাইভা রজনীকান্তের ‘২.০’ (৪০৭ কোটি)-কে ছাপিয়ে গিয়েছে ‘ধুরন্ধর’। সিনে বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই দেশের বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি টপকাবে এই ছবি। তবে এখানেই শেষ নয় ‘ধুরন্ধর’-এর যাত্রা।

ছবিটির দৈর্ঘ্য তুলনামূলকভাবে বেশি হওয়ায় নির্মাতারা এটিকে দু’টি ভাগে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। সেই অনুযায়ী আগামী ১৯ মার্চ ২০২৬-এ মুক্তি পাবে ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল।

অভিনয়ের দিক থেকেও ছবিটি দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। রণবীর কাপুরের অনবদ্য অভিনয় আবারও স্মরণ করিয়ে দিয়েছে ‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির চরিত্রে তাঁর শক্তিশালী উপস্থিতির কথা। রহমান ডাকাইতের ভূমিকায় অক্ষয় খান্না সমান্তরালে গল্পকে এগিয়ে নিয়ে গিয়েছেন দক্ষতার সঙ্গে। স্বল্প পরিসরে আইএসআই মেজর ইকবালের চরিত্রে অর্জুন রামপাল দর্শকের মনে দাগ কেটেছেন। কে আর মাধবনের চরিত্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছায়া স্পষ্ট। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্তও।

একঝাঁক তারকা অভিনেতার উপস্থিতি, শক্তিশালী ট্রেলার ও টিজারের ইতিবাচক প্রতিক্রিয়ার জেরেই মুক্তির দিন থেকেই ‘ধুরন্ধর’-এর ওপেনিং ছিল দুর্দান্ত। আর এখন বক্স অফিসে ছবিটির দুরন্ত দৌড়ই প্রমাণ করছে, দর্শকের উচ্ছ্বাস ক্রমশ আরও বাড়ছে।