মমতার কেন্দ্র ভবানীপুরে ভোটার তালিকা থেকে বাদ ৪৫ হাজার নাম
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হয়েছে। এর ২৪ ঘণ্টার মধ্যেই বিধানসভা অনুযায়ী ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশ হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৪৫ হাজার নাম।
ভবানীপুর বনাম নন্দীগ্রাম
কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারির তালিকায় ভবানীপুরের মোট ভোটার ছিলেন ১,৬১,৫০৯ জন। এসআইআর প্রক্রিয়ায় এই কেন্দ্র থেকে নাম বাদ পড়েছে ৪৪,৭৮৭ জনের। বিপরীতে নন্দীগ্রামে ভোটার সংখ্যা ছিল ২,৭৮,২১২। সেখানে নাম বাদ পড়েছে ১০,৫৯৯।
ফলে দুই নেতার কেন্দ্রের বাদ যাওয়া নামের সংখ্যায় বড় ফারাক স্পষ্ট। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, এই ধাক্কা ভবানীপুরের রাজনৈতিক সমীকরণে প্রশ্ন উঠছে।
কাদের নাম গেছে?
মৃত ভোটার। যাদের খুঁজে পাওয়া যায়নি। স্থানান্তরিত ভোটার এবং ডুপ্লিকেট বা ভুয়ো ভোটার।
রাজনৈতিক প্রেক্ষাপট
উল্লেখযোগ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ১,৯৫৬ ভোটে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই ভোট গণনা নিয়ে মামলা এখনও আদালতে ঝুলে আছে। পরে মমতা ভবানীপুরে উপনির্বাচনে জিতে ফের বিধানসভায় প্রবেশ করেন। জয়ের ব্যবধান ছিল ৫৮,৮৩৫।
ভবানীপুরে তৃণমূলের প্রার্থী হিসেবে ২০২১-এ শোভনদেব চট্টোপাধ্যায়ের জয়ের ব্যবধান ছিল ২৮,৭১৯।
অন্য কেন্দ্রগুলিতে বাদ যাওয়া নাম
নাম বাদ পড়ার সংখ্যায় ভবানীপুরকে ছাপিয়ে গিয়েছে খোদ কলকাতার বন্দর কেন্দ্র। রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এই কেন্দ্রে বাদ পড়েছে ৬৩,৭৩০ জনের নাম।
মন্ত্রী অরূপ বিশ্বাসের টালিগঞ্জে বাদ পড়েছে ৩৫,৩০৯ জন।
বিজেপির দুই উল্লেখযোগ্য মুখ অগ্নিমিত্রা পাল ও শঙ্কর ঘোষ। তাঁদের ক্ষেত্রেও বাদ পড়ার সংখ্যা কম নয়।
আসানসোল দক্ষিণ: ৩৯,২০২
শিলিগুড়ি: ৩১,১৮১
জেলাভিত্তিক পরিস্থিতি
জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি বাদ পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। মোট ৮,১৬,০৪৭ জনের নাম।
এই জেলা দীর্ঘদিন ধরে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে তাঁর জয়ের ব্যবধান ছিল সাত লক্ষেরও বেশি।
কোন কেন্দ্রে সর্বাধিক ও সর্বনিম্ন বাদ?
সবচেয়ে বেশি: উত্তর কলকাতার চৌরঙ্গী- ৭৪,৫৫৩ জন (বিধায়ক: নয়না বন্দ্যোপাধ্যায়)
সবচেয়ে কম: বাঁকুড়ার কোতুলপুর- ৫,৬৭৮ জন
মোট বাদ পড়েছে ৫৮ লাখ নাম
এসআইআরের প্রথম পর্বে রাজ্যজুড়ে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৫৮ লক্ষেরও বেশি নাম। কমিশন জানিয়েছে, আগামী মঙ্গলবার প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা।


